কার্তিকের ঝড়ের পরেও কলকাতার হার

i (5)

আইপিএলে টানা ৫ হারের বৃত্ত ভাঙতে কলকাতাকে ঝড়ো ব্যাটিংয়ে বড় পুঁজি এনে দিয়েছিলেন দিনেশ কার্তিক। তাতেও সফল হয়নি কলকাতা। তাদের ৩ উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালস।

শুরুতে টস জিতে কলকাতাকে ব্যাটিংয়ে পাঠায় রাজস্থান। কলকাতা ব্যাটিংয়ে নেমে শুরুটা আহামরি না করলেও একমাত্র দিনেশ কার্তিকের তাণ্ডবেই তারা বড় পুঁজি গড়ে শেষ পর্যন্ত। ৫০ বলে ৭টি চার ও ৯টি ছয়ে ৯৭ রানে অপরাজিত থাকেন তিনি। তাতে ৬ উইকেটে ১৭৫ রান তুলে কলকাতা।

জবাবে রাজস্থান জয়ের বন্দরে নোঙর ফেলেছে ব্যাটসম্যানদের মিলিত ব্যাটিংয়ে। রাহানের ৩৪ ও স্যামসনের দ্রুত গতির ২২ রানের পর মিডল অর্ডারে মূল ভূমিকা ছিলো রায়ান পরাগের। ৩১ বলে তার করা ৪৭ রানের কার্যকর ও দায়িত্বশীল ইনিংসেই জয়টা চলে আসে দৃষ্টি সীমানায়।
এর সঙ্গে শেষ দিকে জোফরা আর্চারের ১২ বলে ২ চার ও ২ ছয়ের মিনি ঝড়ে করা ২৭ রানে জয়টা হয়ে দাঁড়ায় আরও সহজ। তাতে ৭ উইকেট হারিয়ে ১৯.২ ওভারে জয় নিশ্চিত করে রাজস্থান। কলকাতার গুরুত্বপূর্ণ ২টি উইকেট নিয়ে ম্যাচসেরা বরুণ অরুন।