ক্লে কোর্টে জয়ে শুরু ফেদেরারের

তিন বছর পর ক্লে কোর্টে ফিরেছেন ফেদেরার।তিন বছর পর ক্লে কোর্টে ফিরে দারুণ শুরু করেছেন রজার ফেদেরার। মাদ্রিদ ওপেনে রিচার্ড গ্যাসকেটকে হারিয়ে জায়গা করে নিয়েছেন শেষ ষোলোতে। ফেদেরারের মতো জয়ের দেখা পেয়েছেন নোভাক জোকোভিচও।

২০টি গ্র্র্যান্ড স্লাম জয়ী ফেদেরার জয় পেতে সময় নিয়েছেন মাত্র ৫২ মিনিট। গ্যাসকেটকে হারিয়েছেন ৬-২, ৬-৩ গেমে। ক্লে কোর্টে তিন বছর পর ফেরা ফেদেরারের এটাই ছিলো প্রথম ম্যাচ।

হাঁটুর ইনজুরির কারণে ২০১৭, ২০১৮ মৌসুমে ছিলেন বাইরে। তাই নতুন করে ফিরতে পেরে দারুণ উচ্ছ্বসিত ফেদেরার। এবার ফিরতে না পারলে এক সময় অনুতাপ কাজ করতো বলেই মনে করেন তিনি, ‘যদি এবার অংশ নিতে না পারতাম তাহলে অনুতপ্ত বোধ করতাম। কারণ হাঁটুর ইনজুরিটা এখন নেই।’ কেন এই অনুতাপ হতো তার ব্যাখ্যাও দিয়েছেন ফেদেরার, ‘কারণ আমি এই কোর্টে খেলেই বড় হয়েছি। তাই এই কোর্টে খেলাটাকে উপভোগ করি।’

জয় পেয়েছেন জোকোভিচও।ফেদেরারের মতো জয়ে শুরু করেছেন নোভাক জোকোভিচও। ৬-৪, ৬-২ গেমে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিটজকে। তাতে নিশ্চিত হয়েছে শেষ ষোলো। জয়ের পর তার প্রতিক্রিয়া, ‘আমার মনে হয়েছে আমার সার্ভগুলো আজ কার্যকরী ছিলো। এটাই সুবিধা এনে দিয়েছে।’  

মেয়েদের এককে জয় পেয়েছেন নাওমি ওসাকা। স্পেনের সারা সরিবেস তোরমোকে হারিয়েছেন ৭-৬ (৭-৫), ৩-৬, ৬-০ গেমে।