দারুণ সূচনার পর রাহুলের বিদায়

ফিফটি করে ফিরেছেন রাহুল।বিশ্বকাপ এলে ভারতের কাছে নখদন্তহীন হয়ে থাকে পাকিস্তান। এবারের আসরেও দেখা গেলো তেমন। বোলিংয়ে সহায়তা পাবেন এমন আশায় টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন সরফরাজ আহমেদ।  পাকিস্তানি বোলিং সেভাবে পরীক্ষায় ফেলতে ফেলতে পারেনি ভারতকে।  লোকেশ রাহুল ফিরে গেলেও দুই ওপেনারেরর উড়ন্ত সূচনায় ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে ২৫ ওভারে ১ উইকেটে ১৪৬ রান।

ওল্ড ট্র্যাফোর্ডে ভারত শুরুটা করেছিল দেখেশুনে। মোহাম্মদ আমির তার গতি দিয়ে চেপে ধরার চেষ্টায় সফল ছিলেন। তবে উইকেট নিতে পারেননি। ধীরে ধীরে সেই চাপ মুক্ত হয়ে হাত খুলে খেলেছেন ওপেনার রোহিত শর্মা ও উপরে প্রোমোশন পাওয়া লোকেশ রাহুল। রোহিত শর্মা দ্রুত গতিতে ব্যাট করে ক্রিজে আছেন ৮১ রানে। অপরপ্রান্তে রয়ে সয়ে খেলছিলেন রাহুল। হাফসেঞ্চুরি তুলে নিয়ে মেরে খেলার চেষ্টায় ছিলেন। ৫৭ রানে তাকে তালুবন্দী করান ওয়াহাব রিয়াজ। ক্রিজে নেমেছেন বিরাট কোহলি (৩)।

দুই স্পিনার শাদাব খান ও ইমাদ ওয়াসিমকে আজ নিলেও তারা পুরোপুরি অকার্যকর ছিলেন দুই ওপেনারের সামনে। বরং রান দিয়েছেন গণহারে। শুধু আমির ৪ ওভারে একটি মেডেনের বিনিময়ে ৮ রান দিয়েছেন। বাকিদের বেলায় ব্যাট খুলে খেলেছেন ভারতের দুই ওপেনাররা।