১৮১ রানে এগিয়ে ইংল্যান্ড

লিচ সেঞ্চুরি না পেলেও তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি।লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৮৫ রানে গুটিয়ে গেলেও দ্বিতীয় ইনিংসে শক্ত প্রতিরোধ দিয়েছে স্বাগতিকরা। অল্পের জন্য ইতিহাস গড়তে পারেননি জ্যাক লিচ। নাইটওয়াচম্যান হয়ে প্রথম ইংলিশ ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন। ৮ রান দূরে থেকে বিদায় নিতে হয়েছে তাকে। অবশ্য তার দারুণ প্রতিরোধে ভর করে ১৮১ রানে এগিয়ে আছে ইংল্যান্ড। তারা দ্বিতীয় দিন শেষ করেছে ৯ উইকেটে ৩০৩ রানে।

লর্ডসে আইরিশদের বিপক্ষে একমাত্র এই টেস্টের দ্বিতীয় দিনের শুরুটাও ভালো ছিল না ইংল্যান্ডের। দলীয় ২৬ রানে মাত্র ৬ রান করে ফিরে যান বার্নস। তারপর মূল জুটিটা গড়েন জেসন রয় ও নাইটওয়াচম্যান লিচ।

রয়কে ৭২ রানে বিদায় দিয়ে ১৪৫ রানের দারুণ এই জুটি ভেঙে দেন থম্পসন। এরপর লিচও ফিরে গেছেন ৯২ রানে। তার বিদায়ের পর সেভাবে আর প্রতিরোধ গড়তে পারেনি ইংলিশরা। ৪ থেকে ৭ নম্বরে যোগ হয়েছে মাত্র ৫২ রান! যা ১৯৮৭ সালের পর টেস্টে সবচেয়ে বাজে নজির তাদের।

১৯১৪ সালের পর তৃতীয় সর্বোচ্চ বাজে এই পরিসংখ্যান। এমন অবস্থায় লিডটা আরও বাড়িয়ে নিতে লেজের দিকে কার্যকরী ভূমিকা রাখেন স্যাম কারান ও স্টুয়ার্ট ব্রড। ৩৭ রানে বিদায় নেন কারান। তবে ২১ রানে অপরাজিত আছেন ব্রড। সঙ্গে আছেন ওলি স্টোন। আলোক স্বল্পতা ও বৃষ্টিতে এদিন খেলা শেষ হয়েছে আগেভাগে।