দ্বিতীয় ইনিংসেও বোলার অ্যান্ডারসনকে পাবে না ইংল্যান্ড

চোট নিয়েও প্রথম ইনিংসে ব্যাট করেছেন জেমস অ্যান্ডারসন।জেমস অ্যান্ডারসনের চোট নিয়ে স্বস্তিতে নেই ইংল্যান্ড। ডান পায়ের কাফ মাসলে চোট থাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসেও বোলিং করতে পারছেন না তিনি। এমনকি ফিল্ডিংয়েও দেখা যাচ্ছে না তাকে। তবে দ্বিতীয় ইনিংসে প্রয়োজন পড়লেই কেবল ব্যাটিংয়ে নামতে পারেন ইংলিশ এই পেসার।

চোটের কারণে ৩৭ বছর বয়সী এই পেসার গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে পারেননি। কাফ মাসলের সমস্যা সেই টেস্টেও ছিল। পরে অ্যাশেজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪ ওভার বল করলে নতুন করে মেলে চোটের দুঃসংবাদ। এমন চোট আঘাতের ফলে পুরো সিরিজে তার খেলা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

বৃহস্পতিবার চোটের সবশেষ অবস্থা জানতে স্ক্যান করা হয় তার। আগের ইনজুরি থেকে প্রাপ্ত ব্যথা থেকেই অস্বস্তিবোধ করছেন অ্যান্ডারসন। ইতোমধ্যে মার্ক উডও অ্যাশেজ ক্যাম্পেইন থেকে ছিটকে যাওয়ায় বিকল্প ভাবতেই হচ্ছে ইসিবিকে। তাই বিশ্বকাপ জয়ী দলের সদস্য জোফরা আর্চারকে দেখা যেতে পারে ইংল্যান্ডের বোলিং লাইন আপে। তিনি ১৪ সদস্যের দলে আগে থেকে থাকলেও প্রথম টেস্টে জায়গা পাননি।