বেসামরিক জীবনে ফিরলেন ধোনি

সামরিক পোশাকে মহেন্দ্র সিং ধোনি। ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরে যাননি মহেন্দ্র সিং ধোনি।  তার বদলে কাশ্মিরে নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করেছেন টেরিটোরিয়াল আর্মির সম্মানিত লেফটেন্যান্ট কর্নেল হয়ে। গুরু দায়িত্ব পালন শেষে অভিজ্ঞ এই উইকেটকিপার অবশেষে ফিরেছেন বেসামরিক জীবনে। দিল্লিতে সঙ্গে ফিরেছেন তার স্ত্রী ও কন্যা।

বিশ্বকাপের পর পর ক্রিকেট থেকে আচমকা বিরতির সিদ্ধান্ত নেন ধোনি। তখন খুব করে আলোচনা চলছিল তার অবসর নিয়ে। তখনই ওয়েস্ট ইন্ডিজ সফরে না গিয়ে চলে যান জম্মুতে। দুই সপ্তাহের মতো ভারতীয় সেনাবাহিনীর হয়ে দায়িত্ব পালনের ভার দেওয়া হয় তাকে। যার আনুষ্ঠানিকতা শেষ হয় গত ১৫ আগস্ট।

ধোনিকে মূলত কাশ্মির উপত্যাকায় বিশেষভাবে অ্যাসাইন করা হয়েছিল। যে বাহিনীর অধীনে তিনি ছিলেন তার নাম ছিল ভিক্টর ফোর্স। এই বাহিনীর অধীনে টহলের দায়িত্ব পালন করেছেন। সঙ্গে গার্ড ও পোস্ট ডিউটিও পালন করেছেন।

এরপর ভারতের ৭৩তম স্বাধীনতা দিবসে অবস্থান করেছেন লাদাখে। সম্প্রতি সেখানকার একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা গেছে স্থানীয় বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলছেন!

ধারণা করা হচ্ছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে জাতীয় দলে ফিরবেন ভারতের সাবেক এই অধিনায়ক।