ভুটানের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

জাতীয় দলের অনুশীলনে জেমি ডে। বিশ্বকাপ বাছাই পর্বে আগামী অক্টোবরে দুটি ম্যাচ খেলতে হবে বাংলাদেশ ফুটবল দলকে। বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে ২৯ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর ভুটানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। 

বাছাই পর্বে ১০ অক্টোবর কাতার ও ১৫ অক্টোবর ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচটি হবে ঢাকায়, পরেরটি হবে কলকাতায়। এ জন্য কোচ জেমি ডে নিজেই দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিলেন আলাদা করে। সেই অনুযায়ী বাফুফে দুটি প্রস্তুতি ম্যাচ আয়োজন করছে। ভুটানের বিপক্ষে দুটি ম্যাচই হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

রবিবার বাফুফের সহ সভাপতি তাবিথ আউয়াল সংবাদ মাধ্যমকে জানান, ‘বিশ্বকাপ বাছাই পর্বে সামনে আমাদের দুটি ম্যাচ আছে। তার আগে দুটি প্রস্তুতি খেলবে জাতীয় দল। প্রতিপক্ষ থাকছে ভুটান।’

ফিফা র‌্যাংকিংয়ে ভুটান বাংলাদেশের চেয়ে এগিয়ে।তাদের র‌্যাংকিং ১৮৫ আর বাংলাদেশের ১৮৭। ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আয়োজনের কারণ হিসেবে বাফুফের এই কর্মকর্তা বলেছেন, ‘ভুটানের কাছে একসময় আমরা হেরেছিলাম। তাই তাদের ছোট করে দেখার কিছু নেই। দল হিসেবে তারা সংগঠিত। ওদের বিপক্ষে ভালো ম্যাচ হবে। এছাড়া এশিয়াতে অনেক দেশই বাছাই পর্ব খেলছে। তাই এই সময়ে এসে আমরা ভুটানকে পেয়েছি। জাতীয় দলের বিপক্ষে খেলতে পারলে আমাদের জন্য ভালো হবে।’

বিশ্বকাপ বাছাই পর্বে শুরুতে আফগানিস্তানের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। কাতার ও ভারতের ম্যাচকে সামনে রেখে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে প্রস্তুতি শুরু হবে জামাল ভূঁইয়াদের।