প্রথম কোয়ালিফায়ারে সাকিবদের হার

বল হাতে নিষ্প্রভ ছিলেন সাকিব।

সিপিএলের প্রথম কোয়ালিফায়ারে হার দেখেছে সাকিবদের বারবাডোজ ট্রাইডেন্টস। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স তাদের ৩০ রানে হারিয়ে নিশ্চিত করেছে ফাইনাল। হারলেও ফাইনালে যাওয়ার আরেকটি সুযোগ পাচ্ছে সাকিবরা। দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে ত্রিনবাগো নাইট রাইডার্সের।

টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অ্যামাজন। ১০ ম্যাচে অপরাজেয় থাকা দলটি জয় অব্যাহত রাখতে সচেষ্ট ছিল শুরু থেকে। তাতে মূল ভূমিকা ছিল ব্র্যান্ডন কিংয়ের। ব্যাট হাতে সাকিবদের ওপর তাণ্ডব চালিয়েছেন শুরু থেকে। ৭২ বলে সিপিএলের ইতিহাসে সর্বোচ্চ ইনিংস উপহার দিয়েছেন। শেষ পর্যন্ত ১৩২ রানে ছিলেন অপরাজিত। ১০টি চারের সঙ্গে ছিল ১১টি ছয়! কিং ছাড়া শেষ দিকে ১৯ বলে ৩২ রানের কার্যকরী ইনিংস উপহার দিয়েছেন শোয়েব মালিক। মূলত কিংয়ের ব্যাটে ভর করেই ৩ উইকেটে ২১৮ রানের পাহাড় গড়ে অ্যামাজন।

বল হাতে সাকিব ছিলেন নিষ্প্রভ। ৪ ওভারে ৪৬ রান দিলেও কোনও উইকেট পাননি। ৪২ রান দিয়ে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন হেইডেন ওয়ালশ।

এত বিশাল লক্ষ্যে খেলতে নেমে বারবাডোজ থামে ৮ উইকেটে ১৮৮ রানে। বড় শট খেলার তাড়ায় লম্বা ইনিংস উপহার দিতে পারেননি কেউ। সাকিব ব্যাট হাতে ভূমিকা রাখতে পারেননি কোনও। বিদায় নিয়েছেন মাত্র ৫ রানে। ২৬ বলে ৪৯ রানের সর্বোচ্চ ঝড়ো ইনিংসটা আসে জনাথন কার্টারের ব্যাট থেকে। শেষ দিকে হোল্ডার ৩ ছক্কায় ২৯ রান করে ব্যবধান কমানোর চেষ্টা করেছেন মাত্র। ম্যাচসেরা সেঞ্চুরিয়ান ব্র্যান্ডন কিং।