আবার ওয়েস্ট ইন্ডিজের কোচ ফিল সিমন্স

ফিল সিমন্সকে পুনরায় কোচ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ফিল সিমন্সকে পুনরায় কোচ হিসেবে নিয়োগ দিলো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। পুনরায় নিয়োগের পর তিনি দায়িত্ব পালন করবেন ৪ বছর।

২০১৬ সালে ক্যারিবীয়দের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতালেও বিতর্কিতভাবে ছাঁটাই করা হয় ফিল সিমন্সকে। আগের বোর্ডের সভাপতি ডেভ ক্যামেরন কলকাঠি নেড়েছিলেন তখন। সিমন্স ক্ষুব্ধ হয়ে মামলাও করেছিলেন বোর্ডের বিরুদ্ধে। এই বছরে নতুন বোর্ড ক্ষমতায় আসলে নতুন মোড় নেয় তা। বোর্ড তার কাছে ক্ষমা চেয়ে আর অঘোষিত পরিমাণ অর্থ দিয়ে নিয়ন্ত্রণে আনে এই পরিস্থিতি।

ক্যারিবীয় বোর্ড থেকে চাকরি চলে যাওয়ার পর সিমন্স আফগানিস্তানের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন বিশ্বকাপে। এমনকি কিছুদিন আগে সিপিএল শিরোপা জেতা বারবাডোজ ট্রাইডেন্টসেরও কোচ ছিলেন।

সিমন্সকে পুনরায় আনতে পেরে বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট রিকি স্কেরিট খুব আনন্দিত। অতীতের ভুলগুলোকেও স্মরণ করে তিনি জানান, ‘ফিল সিমন্সকে পুনরায় আনায় শুধু অতীত ভুল প্রমাণিত হচ্ছে না। এই সময়ে পদটির জন্য সবচেয়ে সুযোগ্য ব্যক্তিটি হচ্ছেন তিনি।’

কোচ হিসেবে তিন সদস্যের সংক্ষিপ্ত তালিকায় ফিল সিমন্স ছাড়াও ছিলেন রেইফার ও ডেসমন্ড হেইন্স। তার আগে ৬ জনের সাক্ষাৎকার নেয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।  এ সময়ে নতুন নির্বাচক প্যানেলও ঘোষণা করেছে বোর্ড। প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নিচ্ছেন রজার হারপার।