দলের জয়ে সাকিবের উচ্ছ্বসিত অভিনন্দন

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম জয়ে উচ্ছ্বসিত সাকিব আল হাসানের স্ট্যাটাস

ভারতের বিপক্ষে নবমবারের মুখোমুখিতে জয়ের দেখা পেলো বাংলাদেশ। সতীর্থদের এমন জয়ে এক বছরের জন্য নিষিদ্ধ সাকিব আল হাসান দলকে শুভেচ্ছা জানিয়েছেন। জুয়াড়িদের তথ্য গোপন করায় সাকিবকে আইসিসি এই নিষেধাজ্ঞা দেয়। ফলে ভারতের বিপক্ষে ক্যাম্পে থাকলেও সিরিজ থেকে সাকিবকে বাদ দিতে হয় বিসিবিকে। রবিবার (৩ নভেম্বর) সাকিব ও তামিমকে ছাড়াই কুড়ি ওভারের ক্রিকেটে প্রথমবারের মতো জয় পেলো বাংলাদেশ।

এমন জয়ে নিষিদ্ধ থাকা সাকিবও উচ্ছ্বাস প্রকাশ করতে ভুল করেননি। নিজের ফেসবুক পেজে সতীর্থদের অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, ‘চাপের মুখে দুর্দান্ত টিম পারফরম্যান্স! অভিনন্দন বাংলাদেশ! তোমরা এই জয়ের মাধ্যমে দেশকে এনে দিয়েছো একটি গৌরবময় মুহুর্ত।’

সাকিব আল হাসান

গত কয়েক বছর ভারতের ‍বিপক্ষে ম্যাচ মানেই হৃদয়ে জয়ের গল্প। জয়ের খুব কাছে গিয়েও ম্যাচ হারের যন্ত্রণা। বিশেষ করে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বেঙ্গালুরুতে ১ রানে হেরেছিল বাংলাদেশ। সেবারও ক্রিজে ছিলেন মুশফিক-মাহমুদউল্লাহ। কিন্তু দুই অভিজ্ঞ ব্যাটসম্যান জয় তুলে আনতে পানেনি। রবিবার দিল্লিতে এমন কিছুর শঙ্কা ছিলো। তবে মুশফিকের দৃঢ়তা ও মাহমুদউল্লাহ আত্মবিশ্বাসে বাংলাদেশ ৭ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ জেতে।