তিন ম্যাচে আলো ছড়িয়ে বেয়ারস্টোর পাশে নাঈম

মোহাম্মদ নাঈম সিরিজের সর্বোচ্চ সংগ্রাহক। ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আলো ছড়িয়েছেন ওপেনার মোহাম্মদ নাঈম। এই সিরিজে অভিষেকের পর তিন ম্যাচ মিলিয়ে সবচেয়ে বেশি রান ছিল তার দখলে-১৪৩ রান! এমন নৈপুণ্যে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে তিনি স্থান করে নিয়েছেন ৩৮তম স্থানে। নাঈম অবশ্য একাই ৩৮তম নন। যৌথভাবে তার সঙ্গে আছেন ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান জনি বেয়ারস্টো।   

নাগপুরে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টির বিশ্বরেকর্ড গড়া বোলিং ফিগার ছিল দীপক চাহারের। হ্যাটট্রিকসহ ৭ রানে নিয়েছেন ৬টি উইকেট। অসাধারণ নৈপুণ্যের পর বোলারদের র‌্যাংকিংয়েও বিশাল লম্ফ দিয়েছেন তিনি। ৮৮ থেকে জায়গা করে নিয়েছেন ৪২তম স্থানে।

টি-টোয়েন্টিতে বোলারদের র‌্যাংকিংয়ে অবশ্য স্লো বোলারদেরই বেশি আধিপত্য। সেরা পাঁচসহ ৯ জনের ৮ জনই স্পিনার। শীর্ষে আছেন রশিদ খান। তিন ধাপ এগিয়ে দুইয়ে এখন নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার।

গ্লেন ম্যাক্সওয়েল আন্তর্জাতিক ক্রিকেট থেকে আপাতত বিশ্রামে রয়েছেন। ফলে অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষস্থানটা নিজের দখলে রাখতে পারলেন না। তাকে সরিয়ে শীর্ষে চলে এসেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। চারেই আছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে শীর্ষে আছেন পাকিস্তানের বাবর আজম। অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ দুই ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন দ্বিতীয় স্থানে। তিনে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের ডেভিড মালান।