রুটের ব্যাটে ইংল্যান্ডের লড়াই

১৫ ইনিংস পর জো রুটের সেঞ্চুরি। হ্যামিল্টন টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুর ধাক্কা কাটিয়ে উঠেছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ৩৭৫ রানে আটকে দেওয়ার পর ব্যাট হাতে জবাব দিচ্ছে ইংল্যান্ডও। তৃতীয় দিন শেষে সাম্যাবস্থায় আছে দুই দল।

সেঞ্চুরি হাঁকিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন ইংলিশ অধিনায়ক জো রুট। সেঞ্চুরি হাঁকিয়েছেন রোরি বার্নসও। দুজনের সেঞ্চুরিতে ভর করে তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ২৬৯ রান তুলেছে সফরকারীরা। স্বাগতিকদের চেয়ে তারা এখনও পিছিয়ে ১০৬ রানে।

অনেক দিন ধরে অফ ফর্মে রুট। ১৫ ইনিংস পর সেই খরা কাটালেন সেঞ্চুরি করে। অপরাজিত আছেন ১১৪ রানে। সঙ্গী রোরি বার্নসের সঙ্গে মিলে ১৭৭ রানের শক্তিশালী প্রতিরোধ গড়েছিলেন। বার্নস দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়ে রান আউটে ফিরলে ভাঙে গুরুত্বপূর্ণ এই জুটি। এরপরেই পাল্টা জবাব দেয় কিউইরা।  

বৃষ্টির বাধায় খেলা শেষ হয়েছে ৪৫ মিনিট আগে। তার আগে চা পানের বিরতির পর ‍দুই উইকেট তুলে নেয় নিউজিল্যান্ড। রুট অপরাজিত থাকলেও বেন স্টোকস ২৬ রান করে ফিরে গেছেন। সঙ্গ দিতে পারেননি বেশিক্ষণ। রুটের সঙ্গে ৪ রানে অপরাজিত আছেন অলি পোপ।

এখন এই সিরিজ ড্র করতে চাইলে শেষ টেস্ট জেতার বিকল্প নেই ইংল্যান্ডের। কিন্তু শেষ দিনে তাদের সেই সম্ভাবনায় জল ঢেলে দিতে পারে বৃষ্টি। পূর্বাভাস বলছে তেমনটাই!