ডোপিংয়ের দায়ে নিষেধাজ্ঞার মুখে অনিক!

কাজী অনিক। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ডোপ টেস্টে ধরা পড়ে নিষেধাজ্ঞার মুখে ঢাকা মেট্রোর হয়ে খেলা বামহাতি পেসার কাজী অনিক।

গত বছর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের হয়ে খেলা এই ক্রিকেটারকে ধরা হচ্ছিল উদীয়মান পেসার হিসেবে। আর সেই পেসারই করে বসলেন ভুল। তার ডোপ টেস্টে পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই কারণে বিপিএলের প্লেয়ার ড্রাফট থেকেও সরিয়ে নেওয়া হয়েছে তাকে।

তার শাস্তির বিষয়ে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, ‘মেডিক্যাল টিমের কাছ থেকে পাওয়া তথ্য থেকেই বিষয়টি জানতে পেরেছি। জাতীয় লিগে ডোপ টেস্টে তাকে পজিটিভ পাওয়া গেছে। তাই জাতীয় লিগের বাকি অংশে তাকে না রাখার সিদ্ধান্ত নিয়েছি। বিপিএলের প্লেয়ার ড্রাফট থেকে তাকে সরিয়ে নেওয়া হয়েছে।’

নান্নু আরও জানালেন, ভবিষ্যৎ অনেক পরিকল্পনার অংশ ছিলেন কাজী অনিক। কিন্তু বাজে দৃষ্টান্ত স্থাপন করায় তাকে সেসব থেকে সরিয়ে নেওয়া হচ্ছে, ‘আমাদের বেশ কিছু প্রোগ্রামে সে সঙ্গী ছিল। কিন্তু পরিপূর্ণ রিপোর্ট না আসা পর্যন্ত তাকে এখন আর সেখানে রাখছি না।’

জানা গেছে, নিষিদ্ধ বস্তু সেবন করেছিলেন অনিক। বিসিবির অ্যান্টি ডোপিং বিধি অনুসারে যার শাস্তি দুই বছর থেকে এক বছরের নিষেধাজ্ঞা। ক্রিকবাজ।