আজ জিতলেই ৪০ হাজার ডলার বোনাস জামালদের

খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে বোনাস ঘোষণা করেছে বাফুফেএসএ গেমসের ফুটবলে আর কিছুক্ষণ পরই দশরথ স্টেডিয়ামে নেপালের সঙ্গে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই। এই ম্যাচ জিতলেই ফাইনালে যাবে জামাল ভূঁইয়ারা। খেলোয়াড়দের অনুপ্রেরণা দিতে অর্থ পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ জিতলেই দলকে বোনাস দেওয়া হবে ৪০ হাজার ডলার। প্রত্যেক খেলোয়াড় পাবেন ২ হাজার ডলার করে। 

ফাইনালে জিততে পারলে আরও বোনাস অপেক্ষা করছে জাতীয় দলের জন্য। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘খেলোয়াড়দের উজ্জীবিত করতে আমরা বোনাস ঘোষণা করেছি। আজ নেপালকে হারাতে পারলে খেলোয়াড়রা ৪০ হাজার ডলার বোনাস পাবে। শিরোপা জিততে পারলে আরও বড় পুরস্কার অপেক্ষা করছে তাদের জন্য। ’

নেপাল ম্যাচের আগে বাংলাদেশ একটা দুঃসংবাদ পেয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে জয়সূচক গোলদাতা মাহবুবুর রহমান সুফিল আজ খেলতে পারছেন না। কার্ড সমস্যার কারণে তাকে ছাড়াই খেলতে নামবে দল।