শেষ বলের রোমাঞ্চে অজি যুবাদের জয়

কোয়ার্টার ফাইনালের আশা শেষ ইংল্যান্ডের। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শেষ বলের রোমাঞ্চে অস্ট্রেলিয়ার কাছে ২ উইকেটে হেরেছে ইংল্যান্ড। দুটি ম্যাচে হেরে যাওয়ায় কোয়ার্টার ফাইনালের আশা শেষ ইংলিশ যুব দলের।

কিম্বার্লিতে শুরুতে টস হেরে ব্যাট করেছে ইংল্যান্ড যুব দল। ৭ উইকেটে তারা করতে পেরেছে ২৫২ রান। জবাবে দারুণ সূচনা ছিল অস্ট্রেলিয়ার। ২ উইকেটে হারিয়ে ৩০ ওভরেই করে ফেলেছিল ১৫৩ রান।

অথচ ইংলিশ বোলারদের তোপে একটা সময় অজিদের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ২০৬ রান! তখন জয়টা প্রায় অসম্ভবই ছিল অস্ট্রেলিয়ার। ১৬ বলে প্রয়োজন ছিল ৪০ রান। কিন্তু এই অবস্থাতেও অস্ট্রেলিয়া ম্যাচ জিতে নিয়েছে কনর সালির ২০ বলের ৩৫ রানের মিনি ঝড়ে। ইংলিশ পেসার ব্লেক কুলেনের ৪৮তম ওভারে তিনটি ছয় ও একটি চার মেরে জয়টা সম্ভব করে তুলেন তিনি।

৪৯ ও ৫০ ওভারে একটি করে বাউন্ডারি মেরেছেন টড মারফি। শেষ ওভারের পঞ্চম বলে ইংল্যান্ডের মিসফিল্ডের দরুণ দুটি রান নিয়ে স্কোরে সমতা আনেন সালি। শেষ বলে সিঙ্গেল নিয়ে তিনি মাঠ ছেড়েছেন জয় নিয়ে।

এই জয়ে গ্রুপ ‘বি’ থেকে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পরের পর্বের জন্য কোয়ালিফাই করেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড হেরে যাওয়াতে এখন তারা খেলবে প্লেট পর্বে।