হৃদয় ফিরলেও জয়ের পথেই আছে বাংলাদেশ

EQGA2PvWoAAeVngযুব বিশ্বকাপের ফাইনালে উঠতে সহজ লক্ষ্য পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। নিউজিল্যান্ডের ছুড়ে দেওয়া ২১২ রানের লক্ষ্যে ৩২ রানে দুই ওপেনারকে হারায় যুব দল। শুরুর ধাক্কা কাটানো গেছে তৌহিদ হৃদয় ও মাহমুদুল জয়ের দুর্দান্ত এক জুটিতে। তবে দলকে কক্ষপথে রেখে তড়িঘড়ি শটে বিদায় নিতে হয়েছে হৃদয়কে। ৩ উইকেটে ৩৫.২ ওভারে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ১৫৯ রান।
পচেফস্ট্রুমে সেমিফাইনালের ম্যাচে দুই ওপেনারে শুরুটা মন্দ ছিল না। স্ট্রোকের পসরা সাজিয়ে খেলতে থাকেন পারভেজ হোসেন ইমন। তানজিদ হাসান অবশ্য ধীরস্থির ছিলেন। দলীয় ২৩ রানে আচমকা ক্রিস্টিয়ান ক্লার্কের বাড়তি বাউন্সের বল খেলতে গিয়ে বিপদে পড়েন। ব্যাটের বাইরের কোনায় বল লেগে জমা পড়ে থার্ড ম্যানে থাকা ফিল্ডারের হাতে। ৯ বলে মাত্র ৩ রানে ফেরেন তানজিদ। সঙ্গী হারিয়ে ইমনও থিতু হতে পারলেন না। ব্যক্তিগত ১৪ রানে ডেভিড হ্যানককের বলে গ্লাভসবন্দী হয়ে ফেরেন ইমন।

নবম ওভারে হৃদয় রান আউট হতে হতে বেঁচেছেন। রিপ্লেতে অবশ্য দেখা যায় আগেই ঢুকেছেন তিনি। এর পর সতর্কভাবে এগিয়ে যেতে থাকেন তৌহিদ হৃদয়, সঙ্গ দেন মাহমুদুল হাসান জয়। ৬৮ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নিতে থাকেন স্বপ্নের ফাইনালে দিকেই। কিন্তু আকস্মিক ক্রিজ ছেড়ে বেরিয়ে আসেন ২৩তম ওভারে। আদিত্য অশোকের ঘূর্ণি বল বুঝে উঠতে পারেননি। কিপার উইকেট ভেঙে দিলে ৪০ রানের ফিরে যেতে হয় হৃদয়কে। তার ৪৭ বলের ইনিংসে ছিল ৪টি চার। হাফসেঞ্চুরি তুলে দলকে এগিয়ে নিচ্ছেন মাহমুদুল (৭৭), সঙ্গে আছেন শাহাদাত হোসেন (১৩)। 

এর আগে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়ে অল্পতে আটকে রাখতে সফল হয়েছে বোলাররা। বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ের সামনে কিউইরা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে করতে পেরেছে ২১১ রান।