আকবরদের ফাইনালে যাওয়ার খবরে সাকিব-মুশফিকের উচ্ছ্বাস

ফেসবুকে সাকিবের পোস্ট। ১৯৯৮ সালে শুরু, একে একে ১২টি আসর খেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। অবশেষে ২০২০ সালে দক্ষিণ আফ্রিকাতে এসে আক্ষেপ ঘুচালো আকবররা। মাহমুদুল হাসানের সেঞ্চুরিতে বাংলাদেশ প্রথমবারের মতো যুব বিশ্বকাপের ফাইনালে। আগামী রবিবার ভারতের বিপক্ষে বহু প্রতীক্ষিত শিরোপা লড়াইয়ে নামবে লাল-সবুজ জার্সিধারীরা।

২০০৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন মুশফিকুর রহিম। সেই দলের সদস্য ছিলেন-সাকিব আল হাসান, তামিম ইকবাল, শামসুর রহমান, রকিবুল হাসানসহ তারকা ক্রিকেটাররা।  এমন দল নিয়েও শিরোপা জেতার সম্ভাবনা তৈরি করতে পারেনি তারা। সুপার লিগের কোয়ার্টার ফাইনালেই থেমে গিয়েছিল বাংলাদেশ।
শুক্রবার আকবরদের ফাইনালে যাওয়ার খবরে দলকে অভিনন্দন জানিয়েছেন ২০০৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

সাকিব তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ইতিহাস গড়লো তরুণ বাঘেরা! দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে কিউই যুবাদেরকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে পা দিলো বাংলাদেশের যুবারা।’

২০০৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের অধিনায়ক মুশফিক শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ওঠায় অভিনন্দন।’