আবারও ড্র করলো শেখ রাসেল

ম্যাচের একটি মুহূর্ত। আক্রমণে এগিয়ে ছিল। গোল করার মতো সুযোগও পেয়েছিল কয়েকবার। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল পায়নি শেখ রাসেল। যে কারণে প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় ম্যাচে ড্র করতে হলো তাদের। রহমতগঞ্জের সঙ্গে গোলশূন্য ড্র করেই আজ মাঠ ছেড়েছে সাইফুল বারী টিটুর দল।

দুই ম্যাচে শেখ রাসেলের দুই পয়েন্ট। আর আগের ম্যাচে সাইফের কাছে হারা রহমতগঞ্জ পেলো প্রথম পয়েন্ট।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে বলার মতো আক্রমণ হয়েছে কমই। প্রতিপক্ষের বক্সে  গিয়ে খেই হারিয়েছেন রাসেলের ফরোয়ার্ডরা। বিরতির পর অবশ্য পরিষ্কার কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি আব্দুল্লাহ-আজিজভ আলিশেররা।

৬১ মিনিটে আব্দুল্লাহর ক্রসে মাথা ছোঁয়াতে পারলেই গোল পেতেন পেদ্রো হেরিকুয়েক, কিন্তু মাথাটা ছোঁয়াতে পারেননি তিমুর লেসতের ফরোয়ার্ড। ৮৫ মিনিটে তো সুবর্ণ সুযোগ নষ্ট হয়েছে।উজবেক ফরোয়ার্ড আজিজভ আলিশেরের শট গোললাইন থেকে ফেরানো হয়,  ফিরতি বলেও গোল করতে পারেননি আলিসন উদোকা। তার শটও গোললাইন থেকে ফিরিয়ে দেন এক ডিফেন্ডার।