সহকারী কোচ থেকে টেকনিক্যাল ডিরেক্টর ওয়াটকিস

স্টুয়ার্ট ওয়াটকিস।অস্ট্রেলিয়ান পল স্মলি আগেই চলে গেছেন। তার জায়গাটা শূন্যই ছিল। অবশেষে সাময়কিভাবে হলেও এই পদে একজনকে নিয়োগ দিয়েছে বাফুফে। বাফুফের নতুন ভারপ্রাপ্ত টেকনিক্যাল ডিরেক্টর হচ্ছেন স্টুয়ার্ট ওয়াটকিস। যিনি বর্তমানে জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব পালন করে যাচ্ছেন।

আগামী ৩০ মে পর্যন্ত ওয়াটকিস বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পদে থাকতে পারবেন। ওয়াটকিসের নতুন দায়িত্ব নিয়ে বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী বলেছেন, ‘আমাদের জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর কেউ নেই্। ফিফা ও এএফসির বাধ্যবাধকতা আছে।তাই স্টুয়ার্ট ওয়াটসকিসকে বিবেচনা করেছি। আগামী ৩০ মে পর্যন্ত তাকে নিয়োগ দেওয়া হয়েছে। আজই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারপাপ্ত টেকিনিক্যাল ডিরেক্টর থাকবেন তিনি। ফিফা এএফসির বাধ্যবাধকতা থাকায় আমরা এই পদে নিয়োগ দিয়েছি। সামনে আমাদের কিছু কোর্স আছে। সেখানে দায়িত্বপূর্ণ লোক লাগবে। আমরা তাকে নতুন দায়িত্বের কথা বললে সে সাদরে তো মেনে নিয়েছে। এর জন্য তাকে আলাদা কোনও সুযোগ-সুবিধা দিতে হবে না।’