আলী আশফাককে ভয় পায় না বসুন্ধরা!

আলী আশফাক। আলী আশফাক মানেই প্রতিপক্ষের কাছে ভীতির অন্যতম কারণ। পরিসংখ্যানের দিকে তাকালে সেটা পরিষ্কার হবে আরও। ক্লাব ফুটবলে আশফাকের গোল সংখ্যা-৪৪২! এর মধ্যে মালদ্বীপ জাতীয় দলে ৮০ ম্যাচে আছে ৫৩টি! এমন ফরোয়ার্ডের সামনে প্রতিপক্ষ ডিফেন্ডারদের তটস্থ থাকারই কথা। কিন্তু বসুন্ধরা কিংসের ডিফেন্ডাররা কোন ভয়-ই পাচ্ছেন না। উল্টো তারা রুখতে প্রস্তুত আলী আশফাককে।

কাল বুধবার এএফসি কাপে প্রথমবারের মতো অভিষেক হতে যাচ্ছে বসুন্ধরা কিংসের। তাদের প্রতিপক্ষ মালদ্বীপের টিসি স্পোর্টস। এএফসি কাপে খেলার জন্য অতিথি দলটি নিয়ে এসেছে তাদের সেরা ফরোয়ার্ড আলী আশফাককে। যাকে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা ফরোয়ার্ড হিসেবেই ধরা হয়। কিন্তু সেই আশফাককে কতটুকু রুখতে পারবেন তপু-ইয়াসিনরা?

সংবাদ সম্মেলনে অভিজ্ঞ ডিফেন্ডার তপু সোজাসাপ্টা উত্তরে বলেছেন, ‘আশফাককে আমরা আটকে দেবো। সে যেন গোল করতে না পারে সেই চেষ্টাই করবো। আমার মনে হয় না আশফাকের সেই আগের ক্ষিপ্রতা আছে। এখন তো তার ফর্ম পড়তির দিকে। তার পরেও আমরা আশফাককে আটকাতে সর্বোচ্চ চেষ্টা করবো।’

২০১৫ সালে মালদ্বীপের কাছে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেই ম্যাচে ৩৪ বছর বয়সী আশফাকের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে তপুর। ত্রাস ছড়ানো এই খেলোয়াড় সম্পর্কে তিনি বলেছেন, ‘আশফাকের বাম পায়ের কাজই অন্যরকম। ভালো ড্রিবল করতে জানে, বক্সেও ভয়ঙ্কর। এখন তাকে আটকানোর দায়িত্ব আমাদের সবার।’