চার মাসের বেতন ছেড়ে দিচ্ছেন রোনালদোরা!

cristiano-ronaldo-matuidi-rabiot-bentancur-juventus_qnwjtj9gokh14xywbd8tqux3করোনার নেতিবাচক প্রভাব পড়েছে ক্লাব ফুটবলে। খেলা বন্ধ হয়ে যাওয়ায় আয়ের সব পথই এখন বন্ধ। তাহলে উপায়? খেলোয়াড় ও কোচদের বেতন কর্তণ করতেই হচ্ছে সেসব ক্লাবগুলোর। কোন কোন ক্লাবের খেলোয়াড়েরা রাজি না হলেও কেউ কেউ রাজি হচ্ছেন এই সঙ্কট সামলাতে। এই যেমন জুভেন্টাসের খেলোয়াড় ও কোচ বেতন কম নিতে রাজি হয়েছেন।

রোনালদোরা ও কোচ মাউরিজিও সারি ক্লাবের এই উদ্যোগে সম্মত হয়েছেন। এর ফলে ২০১৯-২০২০ অর্থ বছরে ৯০ মিলিয়ন ইউরো বেঁচে যাবে জুভেন্টাসের। যেটা কোচ ও খেলোয়াড়দের চার মাসের (মার্চ, এপ্রিল, মে, জুন) বেতনের সমান।  বার্ষিক বেতন থেকে রোনালদোকে ছেড়ে দিতে হয়েছে ৩.৮ মিলিয়ন ইউরো! অবশ্য খেলোয়াড়দের সঙ্গে ক্লাবের এই সমঝোতায় অগ্রণী ভূমিকা ছিল ক্লাবের দীর্ঘ সময়ের খেলোয়াড় জর্জিও কিয়েল্লিনির।

জুভেন্টাস বিবৃতিতে জানিয়েছে, ‘সমঝোতার মাধ্যমে এই অর্থনৈতিক প্রভাবের বিষয়টি ইতিবাচক একটা জায়গায় দাঁড়িয়েছে। বেঁচে যাচ্ছে ৯০ মিলিয়ন ইউরো।’

তুরিন ভিত্তিক এই ক্লাবের অঞ্চলটি ভাইরাসে ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে একটি। এই ক্লাবেরই তিনজন করোনায় পজিটিভ হয়েছেন। পাউলো দিবালা, ডিফেন্ডার রুগানি ও মিডফিল্ডার মাতুইদি ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই ভাইরাস সবচেয়ে বেশি আক্রান্ত করেছে ইতালিকে।  যে কারণে সিরি আ’ বন্ধ রয়েছে ৯ মার্চ থেকে।