জন্মদিনে অসহায়দের পাশে জাহানারা

নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিচ্ছেন জাহানারা। বুধবার ২৮ বছরে পা দিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম। বিশেষ এই দিনটি অবশ্য স্মরণীয় করে রাখলেন মহত উদ্যোগের মাধ্যমে। করোনা মহামারির দিনে মিরপুরের অসহায় জনগোষ্ঠীকে সহায়তা করলেন নিত্য-প্রয়োজনী পণ্য দিয়ে।

চলমান করোনাভাইরাস মোকাবেলায় পুরুষ ক্রিকেটারের পাশাপাশি এগিয়ে এসেছেন বাংলাদেশ জাতীয় নারী দলের পেসার জাহানারা আলমও। সাহায্য করেছেন ৫০ পরিবারকে। অবশ্য তামিমদের সঙ্গে সম্মিলিত তহবিলে অংশগ্রহণ করতে পারেননি বলে কিছুটা আক্ষেপও আছে তার। সেটি মেটাতেই এমন ব্যক্তি উদ্যোগ।

জাহানারার বর্তমান আবাসস্থল মিরপুর। তাই সাহায্যের হাত বাড়াতে বেছে নিয়েছেন আশাপাশের অসহায় ৫০ পরিবারকে। তাদের হাতে নিত্য-প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিয়ে সাহায্য করেছেন। বুধবার সকালে মিরপুর ৬ নম্বরে এসব পণ্য বিতরণ করতে দেখা গেছে জাহানারাকে।

এ প্রসঙ্গে জাহানারা বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমি বর্তমানে মিরপুর-৬ নম্বরে আছি। এখানে অনেক গরীব ও খেটে খাওয়া পরিবারের বসবাস। নিজের জন্মদিনে এমন একটি কাজ করতে পেরে ভালো লাগছে। অন্যের জন্য কিছু করতে পারার অনুভূতিটা সত্যিই অসাধারণ।’

91569817_1499856393524152_1164463219897532416_nএর কিছুক্ষণ আগে অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, ‘এটা কোন লোক দেখানো পোস্ট নয়।আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব হয়েছে আমি তাদের পাশে দাঁড়িয়েছি। আপনাদেরকেও অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আপনার সামর্থ্যের মধ্যে ১জন, ৫জন বা তার অধিক যে যতটুকু পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমরা পারি আমাদের দেশের এই সংকটময় মুহূর্তে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে।’

জাতীয় দলের ক্রিকেটারদের সম্মিলিত তহবিলের কথা আগে জানলে সেখানেই অংশ নিতেন জাহানারা। কিছু করতে পারেননি বলে হতাশ তিনি, ‘আমি জানতাম না, জাতীয় দলের ক্রিকেটাররা বেতনের অর্ধেক দিয়ে দিচ্ছে। তাহলে আমিও দিতাম। কিন্তু এখন যেহেতু সেই সুযোগ নেই, নিজেই কিছু কাজ করছি। আর এখন আমার জাতীয় নারী দলের সদস্যরা কেউ কাছাকাছি নেই। তাই হয়তো একসঙ্গে কোন সিদ্ধান্ত নিতে পারছি না। আশা করি, সবাই আলোচনা করে কিছু একটা আবার করবো।’

নারী দলের কেবল জাহানারা আলমই নন, অনেক নারী ক্রিকেটারই নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তাদেরই একজন নারী দলের ক্রিকেটার সোহেলী আক্তার। মিরপুর এক নম্বরে বাসার আশপাশে অসহায়দের মাঝে মঙ্গলবার ত্রাণ বিতরণ করেছেন তিনি।