২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করেনি আইসিসি

ICC-T20-World-Cup-2020-Prize-Moneyচারদিকে জল্পনা ছড়িয়ে পড়েছে, আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে চলে যাচ্ছে ২০২২ সালে। আর টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যাওয়ায় ভাগ্য খুলে গেছে ভারতের বিত্তশালী টি-টোয়েন্টি ক্রিকেট লিগ আইপিএলের। অক্টোবর-নভেম্বরেই হতে চলেছে স্থগিত আইপিএল! কিন্তু আইসিসি আজ পরিষ্কার জানিয়ে দিয়েছে টি-টোয়েন্টি স্থগিত হয়নি।

ক্রিকেটের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থাটি আজ খোলাখুলি জানিয়েছে, ‘পূর্ব পরিকল্পনামতোই এ বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় ইভেন্টটির সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

আগামীকাল ২৮ মে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে আইসিসির বোর্ড সভা। ওই সভার প্রধান আলোচ্য বিষয়ের একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ।  ভারতের টাইম অব ইন্ডিয়াকে আইসিসির একজন মুখপাত্র বলেছেন, ‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করার কোনও সিদ্ধান্ত নেয়নি। এ বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় ইভেন্টটির প্রস্তুতি পরিকল্পনামতোই এগিয়ে চলেছে। বিষয়টি আগামীকাল (বৃহস্পতিবার) অনুষ্ঠেয় বোর্ড মিটিংয়ের আলোচ্যসূচিতে রয়েছে, সিদ্ধান্তও আসবে সেই অনুযায়ী।’