শেষ হলো বাফুফের একবেলা খাবার প্রকল্প

করোনাভাইরাসের প্রকোপের শুরু থেকেই অসহায় মানুষের পাশে ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিপদে পড়ে যাওয়াদের খাদ্যের ব্যবস্থা করতেই এক বেলা করে খাবার প্রকল্প চালু করেছিল সংস্থাটি। টানা ৭২ দিন এই প্রকল্প চলার পর শুক্রবারই এর ইতি ঘোষণা করেছে বাফুফে।

এই প্রকল্পের আওতায় প্রতিদিন দুপুর বেলা প্রায় ৩০০ লোক খাবার পেতেন। মাঝে রোজার সময় দেওয়া হতো ইফতারের বক্স। গত ৩০ মে শেষ হয়েছে সাধারণ ছুটি। এর পর আর লকডাউন বাড়ায়নি সরকার। যদিও সব কিছু চলছে শর্ত সাপেক্ষে। তাই বাফুফে তাদের এই এক বেলা খাবার প্রকল্প শেষ দিনের মতো সম্পন্ন করেছে শুক্রবার।

বাফুফের হেড অব মিডিয়া আহসান আহমেদ অমিত বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা টানা ৭২ দিন অসহায় লোকজনের মাঝে এক বেলা খাবার তুলে দিয়েছি। আজ দুপুরে তাদের হাতে খাবার দিয়ে এই প্রকল্প শেষ হয়েছে।’