‘করোনা নেগেটিভ’ আর্চার যোগ দিচ্ছেন ক্যাম্পে

জোফরা আর্চার। করোনা শঙ্কা ছিল ইংল্যান্ডের পেসার জোফরা আর্চারকে নিয়ে। তাই চলমান ক্যাম্পে সঙ্গে সঙ্গে যোগ দিতে পারেননি। কারণ করোনা পরীক্ষার পর নেগেটিভ এলেই যোগ দিতে পারবেন, এমন বাধ্যবাধকতা ছিল। অবশেষে ‘নেগেটিভ’ হয়েই বৃহস্পতিবার ক্যাম্পে যোগ দিচ্ছেন তিনি।

মূলত পরিবারের একজন সদস্য খুব অসুস্থ থাকাতেই করোনা শঙ্কার মাঝে পড়ে গিয়েছিলেন আর্চার। নিশ্চিত হতে পুরো পরিবারেরই করোনা পরীক্ষা করিয়েছিলেন। দ্বিতীয়বারের মতো নেগেটিভ হওয়ায় তিনি পুরোপুরি শঙ্কামুক্ত। এখন চলে যাবেন অনুশীলনের ভেন্যু সাউদাম্পটনে। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ইংলিশ ক্যাম্পে আছেন ৩০ জন। ৪ জুন থেকে সিরিজটি শুরু হওয়ার কথা থাকলেও করোনার কারণে প্রথম টেস্টটি শুরু হবে ৮ জুলাই। পুরো সিরিজটি অনুষ্ঠিত হবে রুদ্ধদ্বার স্টেডিয়ামে ও জীবাণু সুরক্ষিত পরিবেশে।

এই মুহূর্তে ক্যাম্প হচ্ছে অ্যাজিয়াস বোলে। সিরিজ শুরুর আগে ইংলিশ দলের সবারই করোনা পরীক্ষা হয়ে গেছে। তাদের মধ্যে কেউই পজিটিভ হননি। এমন সুখবর নিয়ে ১ জুলাই তিন দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে সিরিজের আনুষ্ঠানিকতা শুরু করবে ইংল্যান্ড।