দু’বার করোনা নেগেটিভ হয়েও আইসোলেশনে সিমন্স!

ফিল সিমন্স।‘জীবাণু সুরক্ষিত’ পরিবেশ থেকে দলছুট হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ কোচ ফিল সিমন্স। পারিবারিক এক অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার জন্য এমনটি করেছিলেন। এখন স্বেচ্ছায় আইসোলেশনে থাকলেও জানা গেছে, ফেরার পর দুবারই করোনা নেগেটিভ হয়েছিলেন ক্যারিবীয় এই কোচ।

তাহলে কেন এমন আইসোলেশন? ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বোর্ড জানিয়েছে এটা পূর্ব পরিকল্পনারই অংশ ছিল। শুক্রবার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়ে সেদিনই ফিরে আসেন সিমন্স। বোর্ডের সঙ্গে শলাপরামর্শ করে তিনি জীবাণু সুরক্ষিত পরিবেশ ছাড়ার অনুমতি নিয়েছিলেন। এই সময়ে তাদের পরিকল্পনার অংশই ছিল, ফেরার পর সিমন্স যেন দল থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়েই থাকেন। আর পুরো বিষয়টিই দেখভাল করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিম।

তবে ফেরার পর সিমন্সের দু’বার করোনা পরীক্ষা করা হয় বলে জানানো হয়েছে বিবৃতিতে, ‘শুক্রবার তার ফেরার পর দু’বার করোনা পরীক্ষা করা হয়েছে। দুবারই সে নেগেটিভ এসেছে। বুধবার তার আরেকটি পরীক্ষা করা হবে। তখন নেগেটিভ আসার পর তিনি দলের সঙ্গে যোগ দিতে পারবেন।’

ওয়েস্ট ইন্ডিজ দল কোচ ছাড়াই অনুশীলন চালিয়ে যাচ্ছে। ইংল্যান্ডের বিপক্ষে তারা তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে ৮ জুলাই। সাউদাম্পটনের এই ভেন্যুটিও থাকবে জীবাণু সুরক্ষিত। একই সঙ্গে সব ম্যাচই হবে রুদ্ধদ্বার স্টেডিয়ামে।