ম্যানসিটি থেকে বায়ার্ন মিউনিখে সানে

লেরয় সানে।৪ বছর আগে বুন্দেসলিগা দল শালকে ছেড়েছিলেন লেরয় সানে। যোগ দিয়েছিলেন প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার সিটিতে। নতুন করে আবারও বুন্দেসলিগায় ফিরলেন জার্মান উইঙ্গার। তবে এবার যোগ দিয়েছেন জায়ান্ট বায়ার্ন মিউনিখে।

২৪ বছর বয়সী সানের চুক্তিটা স্থায়ীত্ব ৫ বছর। বাড়তি ফি মিলিয়ে তার দল বদলের মূল্য দাঁড়াচ্ছে প্রায় ৬০ মিলিয়ন ইউরোর মতো।   

শালকে থেকে সিটিতে যোগ দেওয়ার পর সাফল্যময় ক্যারিয়ার ছিল সানের। দুটি প্রিমিয়ার লিগ জিতেছেন। এছাড়া এফএ কাপ ও দুটি লিগ কাপের শিরোপাও জিতেছেন। সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন গত বছর। ম্যানসিটিকে ত্রিমুকুট জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকাও ছিল তার। তবে এই মৌসুমে চোট আক্রান্তই ছিলেন বেশির ভাগ সময়।

প্রিমিয়ার লিগে ১৩৫টি ম্যাচ খেলে সানের গোল ছিল ৩৯টি। অ্যাসিস্টও কম নয়, ৪৫টি।

জার্মানির হয়ে ২১টি ম্যাচ খেলা সানে আগামী সপ্তাহ থেকে অনুশীলন শুরু করবেন। তবে এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবেন না।