সেপ্টেম্বরেই শুরু হবে ফুটবল মৌসুম?

ফুটবলারদের সঙ্গে বাফুফে সভাপতিকরোনাভাইরাসের কারণে চার মাস ধরে খেলা নেই। প্রিমিয়ার লিগসহ নিচের সারির সবধরনের খেলাই পরিত্যক্ত হয়েছে। খেলা না থাকার কারণে বেশিরভাগ ফুটবলারই আর্থিক সমস্যায় পড়েছেন। এ অবস্থা থেকে বেরিয়ে আসেত শিগগিরই মাঠে খেলা চান ফুটবলাররা। রবিবার জাতীয় দলের একগুচ্ছ ফুটবলার এ নিয়েই সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে। তার সঙ্গে আলোচনা থেকে ফুটবলারদের ধারণা হয়েছে যে ঘরোয়া ফুটবল শুরু হতে পারে আগামী সেপ্টেম্বরেই।

বাফুফে ভবনে আলোচনা শেষে জাতীয় দলের গোলকিপার আশরাফুল ইসলাম রানার ইতিবাচক মন্তব্য,‘সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। সেখানে আমরা বলেছি, বর্তমান অবস্থায় ফুটবলাররা বেকার আছে। শিগগিরই যেন সবধরনের লিগ শুরু হয়। তাহলে আর্থিক  সমস্যা থাকবে না।’

আগামী সেপ্টেম্বরে নতুন মৌসুম শুরু হতে পারে, এমনটা জানিয়ে রানা বলেছেন, ‘সেপ্টেম্বরে পরবর্তী মৌসুম শুরু হতে পারে। এর আগে জাতীয় দলের ক্যাম্প আছে। সভাপতি আমাদের আশ্বস্ত করেছেন। আশা করি এই সময়ে লিগ শুরু হলে ফুটবলারদের আয়ের রাস্তা খুলবে।’

জাতীয় দলের ডিফেন্ডার তপু বর্মণের বক্তব্য,‘সবারই আর্থিক খারাপ অবস্থা যাচ্ছে। আমরা ফুটবলার। খেলাটাই বড় বিষয়। সেপ্টেম্বরে দলবদলের আশ্বাস পেয়েছি। যত তাড়াতাড়ি সম্ভব লিগ শুরু হবে। আমরা সবমিলিয়ে তিন থেকে চার হাজার ফুটবলার আছি। সবধরনের লিগ শুরু হলে ফুটবলারদের সমস্যার সমাধান হবে।’