X
শুক্রবার, ১৩ জুন ২০২৫
৩০ জ্যৈষ্ঠ ১৪৩২

তামিমের ৯ বছর পর ইমনের রেকর্ড গড়া সেঞ্চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২৫, ২৩:৪৪আপডেট : ১৮ মে ২০২৫, ০০:৫৩

দুই বছর আগে ২০২২ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় পারভেজ হোসেন ইমনের। সাতটি টি-টোয়েন্টি খেলা এই ব্যাটারের ছিল না কোনও হাফ সেঞ্চুরি। সেই তিনিই কিনা শনিবার তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেছেন। ৯ বছর আগে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে তামিমের করা সেঞ্চুরিই ছিলো এতোদিন পর্যন্ত বাংলাদেশি কোনও ক্রিকেটারের একমাত্র সেঞ্চুরি। 

যদিও তামিম ১০৩ রানে অপরাজিত থাকলেও ইমন সেঞ্চুরি ছোঁয়ার পরের বলেই আউট হয়েছেন। তার আগে অবশ্য রিশাদ হোসেনের সাত ছক্কার রেকর্ড ভেঙে ৯ ছক্কা মেরেছেন ইমন।

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দারুণ সময় পার করছেন ইমন। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর জার্সিতে খেলেছিলেন তিনি। তার ব্যাটে চড়েই হ্যাটট্রিক শিরোপা জিতেছে ঐতিহ্যবাহী এই ক্লাবটি। দারুণ ছন্দ নিয়েই আরব আমিরাতে গিয়েছিলেন ইমন। চেনা সেই ছন্দ ধরে রাখলেন প্রথম ম্যাচেই। ওপেনিংয়ে নামা এই ব্যাটার শুরু থেকেই সজোরে হাঁকিয়েছেন। বেশ কয়েকবার সঙ্গী বদল করলেও নিজের আক্রমণাত্মক ব্যাটিং বদলাননি তিনি। ১৯তম ওভারের শেষ বলে আন্তর্জাতিক টি-টোয়েন্টির প্রথম সেঞ্চুরি তুলে নেওয়ার পথে তামিমকে ছুঁয়ে ফেলেন তিনি।  

৫৩ বলে ৯ ছক্কা ও ৫ চারে সেঞ্চুরি স্পর্শ করেছেন ইমন। তবে সেঞ্চুরি ছোঁয়ার পরের বলেই বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেছেন এই ওপেনার।

দুই সেঞ্চুরির মধ্যে ইমনেরটা দ্রুততম। তামিম ৬০ বলে সেঞ্চুরি ছুঁলেও ইমন সাত বল কমে খেলেছেন। 

ইমন সেঞ্চুরি ছোঁয়ার পথে আরও একটি রেকর্ড গড়েছেন। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সবোর্চ্চ ছক্কার রেকর্ড গড়েছেন এই ওপেনার। ৯টি ছক্কা হাঁকিয়েছেন এই ওপেনার। এর আগে লাল-সবুজের জার্সিতে সর্বোচ্চ ৭ ছক্কা ছিল রিশাদের। ৬ ছক্কা দুইবার মেরেছিলেন জাকের। এছাড়া বাউন্ডারি থেকে এক ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেছেন ইমন, পেছনে ফেলেছেন তামিমের ৭০ রানকে। ইমনের সেঞ্চুরিতে বাংলাদেশ শেষ পর্যন্ত ১৯১ রান সংগ্রহ করতে পেরেছে।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অ্যালেনের ৩৪ বলের সেঞ্চুরিতে রেকর্ড ওলটপালট
অ্যালেনের ৩৪ বলের সেঞ্চুরিতে রেকর্ড ওলটপালট
কমলাপুরে উপচে পড়া ভিড়, মাইকিং করেও মাস্ক পরানো যাচ্ছে না
ঈদের ফিরতি যাত্রার চতুর্থ দিনকমলাপুরে উপচে পড়া ভিড়, মাইকিং করেও মাস্ক পরানো যাচ্ছে না
ইরানের পারমাণবিক অবকাঠামোতে ইসরায়েলি হামলার বৈশ্বিক প্রতিক্রিয়া
ইরানের পারমাণবিক অবকাঠামোতে ইসরায়েলি হামলার বৈশ্বিক প্রতিক্রিয়া
দেশে ফিরেছেন ১২ হাজার ৮৭৭ হাজি, মৃত্যু ২৬ জনের
দেশে ফিরেছেন ১২ হাজার ৮৭৭ হাজি, মৃত্যু ২৬ জনের
সর্বাধিক পঠিত
অস্বাভাবিক অবস্থায় উদ্ধার অভিনেতা সমু চৌধুরী
অস্বাভাবিক অবস্থায় উদ্ধার অভিনেতা সমু চৌধুরী
নিহতদের পরিবারকে এক কোটি রুপি করে দেবে টাটা গ্রুপ
নিহতদের পরিবারকে এক কোটি রুপি করে দেবে টাটা গ্রুপ
ভারতে প্লেন দুর্ঘটনা, সাবেক মুখ্যমন্ত্রীসহ ২০০ আরোহী নিহতের শঙ্কা
ভারতে প্লেন দুর্ঘটনা, সাবেক মুখ্যমন্ত্রীসহ ২০০ আরোহী নিহতের শঙ্কা
নিজ এলাকায় অবরুদ্ধ নুর, সেনাবাহিনী যাওয়ার পর ফিরলেন ডাকবাংলোয়
নিজ এলাকায় অবরুদ্ধ নুর, সেনাবাহিনী যাওয়ার পর ফিরলেন ডাকবাংলোয়
টিউলিপ সিদ্দিকের সাক্ষাতের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন ড. ইউনূস: বিবিসি
টিউলিপ সিদ্দিকের সাক্ষাতের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন ড. ইউনূস: বিবিসি