আইপিএল: ছয়দিনের কোয়ারেন্টিন নেমে দেড়দিন

আইপিএলে অজি-ইংলিশদেরও লড়াই হবে -টুইটারইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কয়েকটি দলের বড় শক্তি ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটাররা। আগের সমঝোতা অনুযায়ী ইংল্যান্ড থেকে এসে এদের যদি ছয়দিন কোয়ারেন্টিনে থাকতে হতো, বড় ঝামেলায় পড়তো সংশ্লিষ্ট দলগুলো। এদের পাওয়া যেত না প্রথম ম্যাচে। কিন্তু বৃহস্পতিবার রাতে আরব আমিরাতে পৌঁছানো এই ২১ জন ক্রিকেটারকে কোয়ারেন্টিনে কাটাতে হবে মাত্র ৩৬ ঘণ্টা।

সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) আরব আমিরাতের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টির এমন সমাধান করে ফেলায় দলগুলোর মুখে হাসি ফুটেছে, ক্রিকেটাররা বেজায় খুশি। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা বুধবার রাতে ম্যানচেস্টার ওয়ানডে সিরিজটা শেষে করে বৃহস্পতিবারই পৌঁছে গেছে দুবাই। রানার্সআপ চেন্নাই সুপার কিংস ও চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসের মধ্যকার ম্যাচ দিয়ে সেখানেই ১৯ সেপ্টেম্বর, শনিবার থেকে শুরু হচ্ছে আইপিএলের ১৩তম সংস্করণ। করোনাভাইরাসের বাড়বাড়ন্তের কারণে ভারত নিজেদের এই টি-টোয়েন্টি ক্রিকেট লিগ আয়োজন করছে মধ্যপ্রাচ্যের ধনী মরুদেশে।

স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, জফরা আর্চার ও জস বাটলারদের মতো তারকারা বৃহস্পতিবার দুবাই পৌঁছেই কোভিড-১৯-এর পিসিআর টেস্ট করাতে হয়েছে।

‘তারা বিমানে ওঠার আগে একটা র‌্যাপিড টেস্ট করিয়েছেন, এখানে বিমান থেকে নেমেই আরেকটি টেস্ট করাবেন। আর সব পরীক্ষা হবে আগের মতোই। এটা তো দরকারই, কারণ তারা একটি জীবানু-সুরক্ষিত পরিবেশ থেকে প্রবেশ করতে যাচ্ছেন আরেকটি জীবানু-সুরক্ষিত পরিবেশে’-সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

এর আগে অস্ট্রেলিয়ার এক বড় তারকা বিসিসিআইয়ের কাছে কোয়ান্টিনের সময়টা ছয়দিনের পরিবর্তে তিনদিনে নামিয়ে আনার ব্যবস্থা নিতে অনুরোধ করেছিলেন। সেটি শেষ পর্যন্ত দেড়দিনে নেমে আসায় ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা খুশি, ফ্রাঞ্চাইজিগুলো আরও খুশি।

‘বিসিসিআই কোয়ারেন্টিন ৩৬ ঘণ্টায় নামিয়ে এনে দারুণ একটা কাজ করেছে। এর মানে চেন্নাই সুপার কিংস (হ্যাজলউড ও টম কারেন), রাজস্থান রয়্যালস (স্মিথ, বাটলার, আর্চার) তাদের বিদেশি তারকাদের পাচ্ছে প্রথম ম্যাচ থেকেই। একই কথা প্রযোজ্য গ্লেন ম্যাক্সওয়েলের কিংস ইলেভন পাঞ্জাব ও অ্যালেক্স ক্যারির দিল্লি ক্যাপিটালসের জন্যও’-বলেছেন এক ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা।