ভারতীয়দের রসবোধের অভাব, গাভাস্কারের সমর্থনে ইঞ্জিনিয়ার

ফারুখ ইঞ্জিনিয়ার ও সুনীল গাভাস্কার

আইপিএলের এক ম্যাচে ভারত অধিনায়ক বিরাট কোহলির ব্যর্থতায় তার সম্পর্কে বলতে গিয়ে স্ত্রী আনুশকা শর্মাকে টেনে এনেছেন সুনীল গাভাস্কার। তাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড়, ভারতের কিংবদন্তি ক্রিকেটার ও ধারাভাষ্যকার পড়েছেন সমালোচনার তোপের ‍মুখে। এসব দেখে ভারতের সাবেক উইকেটকিপার ও ওপেনার ফারুখ ইঞ্জিনিয়ার সাবেক ভারত সতীর্থের সমর্থনে এগিয়ে এসেছেন। বলেছেন, ‘আমাদের ভারতীয়দের মধ্যে রসবোধের বড্ড অভাব। সুনীল (গাভাস্কার) যদি আনুশকা শর্মা ও বিরাট কোহলি সম্পর্কে কিছু বলে থাকে সেটি বলেছে কৌতুকের সুরে, কোনও খারাপ দৃষ্টিভঙ্গি থেকে নয়।’

ভারতের হয়ে ৪৬টি টেস্ট খেলা ৮২ বছর বয়সী ইঞ্জিনিয়ার পাকিস্তান অবজারভারকে আরও বলেছেন, ‘সুনীল গাভাস্কারকে আমি এতটাই জানি যে আমি নিশ্চিত সে এটি বলেছে ঠাট্টা করে। এমনকি আমার ক্ষেত্রেও মানুষ বিষয়টিকে এত সিরিয়াসলি নিয়েছিল যে যার যার ফলে আনুশকাকে পর্যন্ত বিবৃতি দিতে হয়।’ প্রসঙ্গত, ২০১৯ বিশ্বকাপ ক্রিকেট নিয়ে ইংল্যান্ড প্রবাসী ফারুখ ইঞ্জিনিয়ার নিজেকেও জড়িয়েছিলেন এক বিতর্কে। তিনি নাকি বলেছিলেন, ‘বিশ্বকাপের সময় ভারতের ক্রিকেট নির্বাচকদের আমি দেখেছি আনুশকাকে চা খাইয়ে বেড়াচ্ছে।’

গাভাস্কার নিজে অবশ্য কোহলি-আনুশকাকে নিয়ে বলা তার বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। ইন্ডিয়া টুডেকে বলেছেন, ‘আপনি যদি ধারাভাষ্য শুনে থাকেন , আকাশ (চোপড়া) ও আমি একটি হিন্দি চ্যানেলে ধারাভাষ্য দিচ্ছিলাম। আকাশ বলছিল প্রত্যেক ক্রিকেটারই অনুশীলনের সুযোগটা খুব কম পেয়েছে। এ থেকেই প্রত্যেকের খেলার মধ্যে একটা জড়তা দেখা যাচ্ছে শুরুর দিককার ম্যাচগুলোতে ।’

ব্যাটসম্যানদের ব্যাটিং জড়তা নিয়ে গাভাস্কার আরও বলেছেন, ‘রোহিত (শর্মা) তার প্রথম ম্যাচে বল ভালো মারতে পারেনি, এমএসডি (এমএস ধোনি) পারেনি, বিরাটও (কোহলি) পারেনি। বেশিরভাগ ব্যাটসম্যানের ক্ষেত্রে এটি ঘটেছে অনুশীলন ঘাটতির কারণে।’

ভারতের সাবেক ওপেনার ও অধিনায়কের দাবি, ‘এই কথাটাই বলা হয়েছে। বিরাট সেভাবে অনুশীলন করেনি, সে শুধু বাড়ির আঙিনায় আনুশকার ছোড়া বলে অনুশীলন করেছে। আমি কোথায় তাকে দোষারোপ করলাম? এর মধ্যে যৌনতা কোত্থেকে এলো?’