বাফুফের নির্বাচন পর্যবেক্ষণ করবে ক্রীড়া মন্ত্রণালয়

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল -সৌজন্য ছবিআগামী ৩ অক্টোবর অনুষ্ঠেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন ফিফা-এএফসি পর্যবেক্ষণ করবে। সরাসরি ভেন্যুতে এসে না করতে পারলেও অনলাইনে সবকিছু দেখবে খেলাটির বৈশ্বিক ও মহাদেশীয় নিয়ন্ত্রক সংস্থা দুটি। তাদের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়েরও নজরদারি থাকবে নির্বাচনে।

আপাতত তিন সদস্যের একটি পর্যবেক্ষক কমিটিও গঠন  করেছে ক্রীড়া মন্ত্রণালয়। প্রয়োজনে এই কমিটির সদস্যসংখ্যা বাড়বে। সোমবার জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন এমনটাই। তিনি বলেছেন,‘বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন যেন সুষ্ঠভাবে হতে পারে এই কারণে জাতীয় ক্রীড়া পরিষদ ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে একটি মনিটরিং টিম আমরা গঠন করেছি। গত বৃহস্পতিবারই তা গঠন করা হয়েছে। আশা করছি দু’একদিনের মধ্যে তা কার্যকর হবে। নির্বাচনটি যাতে অবাধ ও সুষ্ঠু হয় সেই লক্ষ্যে কমিটি সর্বক্ষণিক মনিটরিং করবে এই কমিটি।’