প্রধানমন্ত্রীর জন্মদিনে বাফুফেতে নানা আয়োজন

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে বাফুফের বৃক্ষরোপন -সৌজন্য ছবিজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম সন্তান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন আজ। ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী হিসেবে তার সুখ্যাতি আছে। ক্রিকেট-ফুটবল কিংবা যেকোনও খেলার দিকেই তার মনোযোগ। আজকের দিনটিকে তাই নানা আয়োজনে স্মরণীয় করে রাখতে চেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে)। বাফুফে ভবনের মুজিব কর্নারে ৩ অক্টোবরে বাফুফে নির্বাচনে নিজের পরিষদের সতীর্থদের নিয়ে  সভাপতি কাজী সালাউদ্দিন  প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করেছেন কেক কেটে।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে বাফুফে ভবনের আঙিনায় বৃক্ষরোপনও করা হয়েছে। এ সময় সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সহ-সভাপতি কাজী নাবিল আহমেদসহ অনেকেই উপস্থিত ছিলেন। কাজী সালাউদ্দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করে বলেছেন, ‘আজ আপার জন্মদিন। আজকে আমার চাওয়ার কিছু নেই। আপার স্বাস্থ্য যেন ভালো থাকে এটাই হলো চাওয়া।’ সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রীর প্রশংসা করে বলেছেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ব্যবসাবান্ধব,শ্রমবান্ধবের পাশাপাশি ক্রীড়াবান্ধবও। প্রধানমন্ত্রী ক্রীড়াবান্ধব বলেই দেশের ৪৯ বছরের স্বাধীনতায় এই প্রথম বাফুফেকে বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। তার যে ফুটবলের প্রতি ভালোবাসা ও টান আছে সেটাই কিন্তু প্রমাণ করে। আজ প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।’ ৩ অক্টোবরের নির্বাচন নিয়ে এই ফুটবল কর্মকর্তার বক্তব্য, ‘নির্বাচনে ভোটাররা যাদের নির্বাচিত করবেন তারাই চার বছর বাফুফে চালাবেন। আমরা যদি ভোটারদের সমর্থন পাই তাহলে তিন টার্মে যে কাজগুলো করতে পারিনি সেই অসমাপ্ত কাজগুলো করে ফুটবলের উন্নয়ন করতে পারবো।’

পরে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় কোরানখানি ও দোয়া প্রার্থনা করা হয় বাফুফেতে।