ঢাকায় বসুন্ধরার নতুন আর্জেন্টাইন স্ট্রাইকার

রাউল অস্কার বেসেরা: বসুন্ধরায় নতুন আর্জেন্টাইন স্ট্রাইকারলিওনেল মেসির সাবেক সতীর্থ হার্নান বার্কোস বিদায় নিয়ে চলে গেছেন বেশ আগেই। তার জায়গায় বসুন্ধরা কিংস আরেকজন আর্জেন্টাইন স্ট্রাইকারই এনেছে- রাউল অস্কার বেসেরা।

ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে পুরো আর্জেন্টিনা যখন শোকে মুহ্যমান, তার মধ্যেই শুক্রবার সকালে ঢাকায় এসে পড়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার বেসেরা। এর আগেই অবশ্য দুই পক্ষের মধ্যে এক বছরের চুক্তি হয়ে গেছে। এই স্ট্রাইকারের আবার আর্জেন্টিনা ও চিলি দুই দেশেরই নাগরিকত্ব আছে। বার্কোস আর্জেন্টিনা জাতীয় দলে খেললেও কোনও জাতীয় দলেই খেলা হয়নি বেসেরার। তবে তার কাছ থেকেও ভালো পারফরম্যান্স আশা করছে বসুন্ধরা কিংস। তাদের টেকনিক্যাল ডিরেক্টর বিএ জোবায়ের নিপু বাংলা ট্রিবিউনকে বলেছেন,‘নতুন স্ট্রাইকার বেসেরা আজই এসেছে। কোয়ারেন্টিন পর্ব শেষে আগামী সপ্তাহে দলের সঙ্গে অনুশীলন করবে সে। তাকে নিয়ে আমরা আশাবাদী। বার্কোসের মতোই সে ভালো করবে।’

৩৩ বছর বয়সী বেসেরা সর্বশেষ কাতারের লিগে উম সালাল এসসির হয়ে খেলার আগে ইকুয়েডর,চিলি ও আর্জেন্টিনার বিভিন্ন ক্লাবে খেলেছেন। বেসেরার আগেই বসুন্ধরা এনেছে তিনজন বিদেশি খেলোয়াড় -দুই ব্রাজিলিয়ান রবসন ডি সিলভা রবিনিয়ো ও জোনাথন ডি সিলভেইরা ফার্নান্দেসের সঙ্গে ইরানের ডিফেন্ডার খালেদ শাফি। দলের সঙ্গে অনুশীলন করছেন এরা আগে থেকেই।