প্রেসিডেন্টস কাপ হকি জিতলো সবুজ দল

সবুজ দলের শিরোপা জয়ের উচ্ছ্বাস -হকি ফেডারেশনজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে প্রথমবারের মতো আয়োজিত হলো প্রেসিডেন্টস কাপ হকি। রবিবার ছিল প্রতিযোগিতার ফাইনাল। তাতে হকি ফেডারেশনের সবুজ দল চ্যাম্পিয়ন হয়েছে।

ফাইনালে তারা ৩-২ গোলে হারিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে। মওলানা ভাসানী স্টেডিয়ামে হকি ফেডারেশন সবুজ দলের হয়ে আশরাফুল ইসলাম দুটি গোল করেছেন। অন্য গোলটি রাজীব দাসের। সেনাবাহিনীর হয়ে আহসান হাবিব ও মিলন হোসেন দুটি গোল শোধ দেন।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল ৬০ হাজার ও রানার্সআপ দল ৪০ হাজার টাকা পুরস্কার পেয়েছে। এছাড়া সেনাবাহিনীর মিলন হোসেন টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন। সেনাবাহিনীর আহসান হাবিব ও সবুজ দলের মাহবুব হোসেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন। ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী কল্যাণ ট্রাস্টের সিইও এয়ার কমডোর সৈয়দ ফকরুদ্দিন মাসুদ।