মেয়েদের ফেডারেশন কাপ হ্যান্ডবল শিরোপা আনসারের

মেয়েদের ফেডারেশন কাপ হ্যান্ডবল চ্যাম্পিয়ন আনসারমেয়েদের প্রথম ফেডারেশন কাপ হ্যান্ডবলের শিরোপা জিতেছে বাংলাদেশ আনসার ও ভিডিপির নারীদল। শনিবার ফাইনালে তারা ৩১-২৩ গোলে হারিয়েছে পুলিশ দলকে।

শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রথমার্ধে দুই দলের লড়াইটা হয়েছিল সেয়ানে সেয়ানে। কিন্তু দ্বিতীয়ার্ধে আর পেরে ওঠেনি পুলিশ দল।

প্রথমার্ধে ১৬-১৩ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ আনসার। আনসারের হয়ে খাদিজা সর্বোচ্চ ৬ গোল করেন। পুলিশে হয়ে সর্বোচ্চ ৭ গোল করেও দলকে শিরোপা এনে দিতে পারেননি খালেদা। আট দলের প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় হয়েছেন রানার্সআপ পুলিশ দলের রুবিনা। ফাইনাল শেষে তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান প্রধান অতিথি থেকে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় পৃষ্ঠপোষক ওয়ালটনসহ ফেডারেশনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।