অলিম্পিকে সেরা টাইমিং পাননি বাংলাদেশের জহির

টোকিও অলিম্পিকে ৪০০ মিটার দৌড়ে বাংলাদেশের জহির রায়হান ক্যারিয়ার সেরা টাইমিং করতে পারেননি। তিন নম্বর হিটে আটজনের মধ্যে হয়েছেন অষ্টম। ৪৮ দশমিক ২৯ সেকেন্ড সময় নিয়ে সবার শেষে জায়গা করে নিয়েছেন এই অ্যাথলেট। যুক্তরাস্টের অ্যাথলেট চেরি মিসেল ৪৪ দশমিক ৮২ সেকেন্ড সময় নিয়ে হিটে সেরা হয়েছেন। আর এই ইভেন্ট দিয়ে বাংলাদেশের অলিম্পিক অভিযান শেষ হলো।

টোকিওর অলিম্পিক স্টেডিয়ামের ট্র্যাকে অনেক আশা নিয়ে জহির দৌড় শুরু করলেও সবার শেষে জায়গা হয়েছে। ৪০০ মিটারে জহিরের সেরা টাইমিং হলো ৪৭ দশমিক ৩৪ সেকেন্ড। ২০১৯ সালে ভারতে আমন্ত্রণমূলক অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে এই টাইমিংয়ে সোনা জিতেছিলেন শেরপুরের এই অ্যাথলেট। এছাড়া ২০১৭ সালে প্রথমবার কেনিয়ার নাইরোবিতে বিশ্ব যুব অ্যাথলেটিকসে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিলেন। সেবার তিনি সময় নিয়েছিলেন ৪৮ সেকেন্ড।

২০১৯ সালে এসএ গেমসে শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে দৌড়াতেই পারেননি জহির। এছাড়া এবছর জাতীয় চ্যাম্পিয়নশিপে ৪৭ দশমিক ২০ সেকেন্ড সময় নিয়ে সোনার পদক জিতেছিলন। যদিও তা ছিল হ্যান্ড টাইমিংয়ে। আর এবার টোকিও অলিম্পিকে কিছুটা হতাশই করেছেন জহির রায়হান।