রিচার্লিসনের জোড়ায় ঘানাকে হারালো ব্রাজিল

কাতার বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি পর্বটা ভালোভাবেই সেরে নিচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। শুক্রবার রাতে প্রথম প্রস্তুতি ম্যাচে সহজেই হারিয়েছে ঘানাকে। প্রথমার্ধে একচেটিয়া খেলে ৩-০ গোলে এগিয়ে রইলো তিতের দল। বিরতির পরও এই স্কোরলাইন ধরে রেখেছে সেলেসাওরা। তাতে ঘানাকে ৩-০ গোলে হারের স্বাদ দিতে পেরেছে। তিন গোলের দুটি রিচার্লিসনের, অন্যটি মার্ককুইনহোসের। এ ছাড়া তিন গোলের দুটিতেই আছে নেইমারের অ্যাসিস্ট।

ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল। আর ঘানার অবস্থান ৬০। ফ্রান্সের মাঠে তাই দুই দলের খেলাতে ব্যবধানটাও ফুটে উঠলো বেশ।

ব্রাজিলের ৪-৩-৩ ছকের বিপরীতে ঘানা ৪-১-৪-১-এ খেলেছে। আফ্রিকার দলটির রক্ষণ জমাট করে খেলার প্রবণতা থাকলেও প্রথমার্ধেই আত্মসমর্পণ করতে হয়েছে।

ম্যাচ ঘড়ির ৯ মিনিটে ব্রাজিল এগিয়ে যায়। রাফিনহার ক্রসে মার্ককুইনহোস পোস্টের একদম কাছ থেকে লক্ষ্যভেদ করেন। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। নেইমারের পাসে রিচার্লিসন বক্সের বাইরে থেকে জোরালো শটে জাল কাঁপান।

প্রথমার্ধের বিরতির ঠিক ৫ মিনিট আগে তৃতীয় গোল করে ঘানাকে ম্যাচ থেকে প্রায় ছিটকে দেয় ব্রাজিল। ৪০ মিনিটে নেইমারের ক্রসে বক্সের প্রান্ত থেকে রিচার্লিসন দারুণ হেডে নিশানা ভেদ করেন।

বল দখলে এগিয়ে থেকে ব্রাজিল বিরতির পর মাঠে নেমে গোল ব্যবধান আর বাড়াতে পারেনি। বরং ঘানা কয়েকটি গোলের সুযোগ পেয়েও লক্ষ্যভেদ করতে পারেনি।

৫৬ মিনিটে গোল শোধের ভালো সুযোগ পেয়েছিল ঘানা। মোহাম্মদ কুদুসের ক্রসে আন্দ্রে এই ৬ গজ দূরত্ব থেকে হেড নিলেও তা বারে লেগে প্রতিহত হয়। তিন মিনিট পর ইনাকি উইলিয়ামসের শট এক ডিফেন্ডার ব্লক করেন। ৮৮ মিনিটে ঘানার তারিক ল্যাম্পেতেইর শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে পুরোপুরি হতাশই হতে হয়েছে দলকে।

ঘানার পাশাপাশি ব্রাজিলও চেষ্টা করেছে। নেইমার-ম্যাথুস কুনহার প্রচেষ্টা সফল হয়নি।

আগামী ২৮ সেপ্টেম্বর ফ্রান্সের মাঠেই ব্রাজিল পরবর্তী ম্যাচ খেলবে তিউনিসিয়ার বিপক্ষে।