গেইল প্রত্যাশা পূরণ না করলেও খুশি তামিম

ক্রিস গেইলসব মিলিয়ে গেইলের সর্বমোট রান ১০৯। তার কাছ থেকে আরও বেশি প্রত্যাশা থাকলেও চলতি আসরে সেটা করে দেখাতে পারেননি তিনি। তারপরও গেইলের প্রচেষ্টায় খুশি চিটাগংয়ের অধিনায়ক। 

চিটাগং ভাইকিংসের হয়ে চলতি আসরে ৫টি ম্যাচ খেলেছেন ব্যাটিং দানব ক্রিস গেইল, সর্বোচ্চ রান ৪৪। আজকের (মঙ্গলবার) ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে ব্যাট হাতে তিনি এই স্কোর করেন। সব মিলিয়ে তার সর্বমোট রান ১০৯। তার কাছ থেকে আরও বেশি প্রত্যাশা থাকলেও চলতি আসরে সেটা করে দেখাতে পারেননি তিনি।

অবশ্য গেইলের প্রচেষ্টায় খুশি চিটাগংয়ের অধিনায়ক তামিম, ‘ক্রিকেট এমনই একটা খেলা। এখানে যত বড় খেলোয়াড় আনেন না কেন পারফরম্যান্স হবে কী হবে না, এটার নিশ্চয়তা নেই। সে (গেইল) মনপ্রাণ দিয়ে চেষ্টা করেছে। সব ধরনের সাহায্য করার চেষ্টা করেছে। তার কাছ থেকে আমরা যা আশা করেছি সেটা হয়তো  পারেনি, তবে ওটা নিয়ে আমি বিচলিত নই। ১১ জনের আরও ১০ জন ছিল, ওরাও ভালো করতে পারত..।’

মঙ্গলবারের ম্যাচ বাদে সবগুলোতেই গেইলের সঙ্গে ওপেন করেছেন তামিম। সবমিলিয়ে গেইলের সঙ্গে ওপেনিংয়ের অভিজ্ঞতা কেমন হলো তার, ‘এটা ভিন্ন অভিজ্ঞতা। যে বলে সাধারণত কোনও ব্যাটসম্যান এক বা দুই নেয়, সেটায় সে ছয় মেরে দেয়। আমার জন্য দুর্ভাগ্য যে আমি হয়তো তেমনটা বেশি দেখতে পারিনি। তবে যতটুকু দেখেছি সেটা ছিল দুর্দান্ত।’

/আরআই/এফএইচএম/