আগে মুস্তাফিজের খেলা তারপর কাজ

মুস্তাফিজের খেলা দেখছেন তার পরিবারের সদস্যরা'মুস্তাফিজের খেলা থাকলে সেদিন আর বেশি বেচা-বিক্রি করি না। বাংলাদেশের খেলা হোক, আর আইপিএল হোক সকল কাজ বাদ দিয়ে তার খেলা দেখি'-কথাগুলো বলছিলেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেতুলিয়া বাজারের কাপড় ব্যবসায়ী রফিকুল ইসলাম। দেখবেন নাই বা কেন, তাদের গ্রামের ছেলে মুস্তাফিজুর রহমান আইপিএল-এ মাঠ মাতাচ্ছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে।

শুধু ব্যবসায়ী রফিকুল ইসলাম নয় হায়দরাবাদের খেলার দিন তার এলাকার সকল শ্রেণি-পেশার মানুষ কাজ বাদ দিয়ে কাটার মাস্টারের খেলা দেখতে বসে যান। রাতে খেলা হলেও দুপুর থেকে তোড়-জোড় শুরু হয়ে যায়। এমন চিত্র শুধু মুস্তাফিজের গ্রাম নয় পুরো জেলায় দেখা যায়। অফিস, আদালত, খেলার মাঠসহ সকল জায়গা চলছে মুস্তাফিজকে নিয়ে আলোচনা।মুস্তাফিজের খেলা দেখছেন তার পরিবারের সদস্যরা

মুস্তাফিজের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হাফিজ বলেন, 'মুস্তাফিজের খেলার দিন বড় পর্দার ব্যবস্থা করি। সকল কাজ বাদ দিয়ে মুস্তাফিজের খেলা দেখি। মুস্তাফিজ উইকেট নিলে কী অনুভূতি হয় সেটি ভাষায় প্রকাশ করার মতো না।'

মুস্তাফিজের বাবা আবুল কাশেম বলেন, 'মুস্তাফিজ এখন আর আমার একার ছেলে নয়। সে পুরো দেশের সন্তান। আইপিএল-এর মতো আসরে সে ভালো করছে এ অনুভূতি বোঝাতে পারবো না।'সাতক্ষীরা প্রেসক্লাবে খেলা দেখছেন সাংবাদিকরা

/এমআর/