টাইগারদের সঙ্গে থাকছেন না হিথ স্ট্রিক!


হিথ স্ট্রিকবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে আর দায়িত্ব পালন করবেন না হিথ স্ট্রিক! ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ন্যাশনাল ক্রিকেট একাডেমির (এনসিএ) বোলিং কোচ হিসেবে নিয়োগ পেতে আবেদন করেছেন স্ট্রিক। তার আবেদনের প্রেক্ষিতে ইতিবাচক মনোভাব দেখিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডও।

বর্তমানে হিথ স্ট্রিক কাজ করছেন আইপিএলে গুজরাট লায়ন্সের কোচ হিসেবে। দ্য হিন্দুর খবর, নিজের জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র জমা দিয়েছেন ব্যাঙ্গালুরুভিত্তিক এনসিএ কর্তৃপক্ষের কাছে। বিষয়টা নিশ্চিত করেছেন হিথ স্ট্রিকের লন্ডনভিত্তিক এজেন্ট টম হাওয়ার্ড। হিথ স্ট্রিকের ওই আবেদনপত্র গ্রহণ করেছেন এনসিএস চেয়ারম্যান নিরঞ্জন শাহ। পরে এটি বিসিসিআই'তে পাঠিয়ে দেওয়া হয়েছে।

বিসিসিআই যুগ্ম সচিব নিরঞ্জন শাহ বলেন, 'আইপিএল চলকালীন আমি তার (হিথ স্ট্রিক) সঙ্গে দেখা করেছি। এনসিএ'র সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি।' একইসঙ্গে তিনি ইঙ্গিত দেন হিথ স্ট্রিককেই ওই পদে নিয়োগ দেওয়া হবে। নিরঞ্জন বলেন, 'তিনি একজন হাই প্রোফাইল ক্রিকেটার। আমরা যে ধরনের বোলিং কোচ খুঁজছি তিনি এমনই একজন।'

বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, 'এই ব্যাপারে আমরা কিছুই জানি না। ওর সঙ্গে আমাদের চুক্তি দৈনিক ভিত্তিতে। আমরা যদি সামনে ওর সঙ্গে চুক্তি রাখতে চাই তাহলে করবো। তবে এই নিয়ে আমাদের সঙ্গে হিথ স্ট্রিক এখনও কোনও আলাপ করেনি।'

/আরআই/এমআর/