কোহলির শতকে শেষ চারের সম্ভাবনা টিকিয়ে রাখলো বেঙ্গালুরু

243101.3বৃষ্টিবিঘ্নিত ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে বড় জয় পেয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এ জয়ের ফলে শেষ চারের সম্ভাবনা টিকিয়ে রাখলেন গেইল-কোহলিরা। কোহলিদের দেওয়া ২১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪ ওভারে ৯ উইকেটে ১২০ রান তুলতে সক্ষম হয় পাঞ্জাব। ফলে ডিএল মেথডে ৮২ রানের জয় পায় বেঙ্গালুরু।

এদিন টেসে হেরে ব্যাট করতে নামে বেঙ্গালুরু। বৃষ্টিতে দেরিতে খেলা শুরু হওয়ায় ১৫ ওভারে খেলা নির্ধারণ করা হয়। গেইল ৩২ বলে ৭৩ রান করে আউট হন। ৮টি ছয় ও চারটি চার ছিল তার ইনিংসে। কোহলিও ঝড়ো ইনিংস খেলেন। করেন এবারের টুর্নামেন্টে তার চতুর্থ শতক। ৫০ বলে ১১৩ রান করে আউট হন।

কোহলির ইনিংসেও ৮টি ছয়ের মার ছিল। এছাড়া ১২টি চার মারেন তিনি। শতক পূর্ণ করেন ৪৭ বলে। লোকেশ রাহুল ৬ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন। ৩টি চার ছিল তার ইনিংসে। শেষ পর্যন্ত ১৫ ওভারে ২১১ রান করে বেঙ্গালুরু।

জবাবে ব্যাট করতে নেমে ১৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২০ রান করে পাঞ্জাব। এরপর বৃষ্টি নামলে বৃষ্টি আইনে বেঙ্গালুরুকে ৮২ রানে জয়ী ঘোষণা করা হয়।

/এমআর/