আগামী ১৭ জুলাই থেকে মিরপুরের জাতীয় ক্রিকেট একাডেমিতে এইচপি ক্যাম্প শুরু হবে। ক্রিকেটারদের ১৬ জুলাই রিপোর্ট করতে বলা হয়েছে। সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে ক্রিকেট কোচিং স্কুলের হয়ে খেলেছেন ২১ বছর বয়সী এ মিডলঅর্ডার ব্যাটসম্যান। মঙ্গলবার এইচপি ক্যাম্পে ক্রিকেটারদের তালিকায় সালমান হোসেনের নাম যুক্ত করেছে বিসিবি।
সুযোগ পাওয়ার পর বাংলা ট্রিবিউনকে সালমান হোসেন বলেন, 'প্রথমে সুযোগ না পেয়ে হতাশ হয়ে পড়ছিলাম। মঙ্গলবার সংবাদটা শুনে খুব ভালো লেগেছে। প্রথমে বিশ্বাসই হচ্ছিলো না। এখন পরিকল্পনা সামনে যত সুযোগ আসবে সেগুলোর সদ্বব্যবহার করা। যাতে ভবিষ্যতে জাতীয় দলের জন্য প্রস্তুত হতে পারি।’
প্রসঙ্গত, এবারের এইচপি ক্যাম্পের জন্য অস্ট্রেলিয়ান কোচ সাইমন হেলমটকে নিয়োগ দিয়েছে বিসিবি। ৪৪ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল ত্রিনিদাদ ও টোবাগোর প্রধান কোচ হিসেবে কাজ করছেন। হেলমট এর আগে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন অস্ট্রেলিয়া ‘এ’দলেরও দায়িত্বে তিনি।
এইচপি ক্যাম্পের স্কোয়াড:
টপঅর্ডার- সাদমান ইসলাম, মেহেদী হাসান মারুফ, আব্দুল মজিদ।
অলরাউন্ডার- মেহেদি হাসান , মোহাম্মদ সাইফউদ্দিন, আলাউদ্দিন বাবু।
মিডলঅর্ডার- মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, আল-আমিন, তাসামুল হক, সালমান হোসেন ইমন।
স্পিনার- সানজামুল ইসলাম, নূর হোসেন মুন্না, তানভীর হায়দার খান, সাকলায়েন সজীব।
পেসার- আশিকুজ্জামান, মেহেদী হাসান রানা, শুভাসিষ রায়, নূর আলম সাদ্দাম, আবু হায়দার রনি, দেওয়ান সাব্বির আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী।
উইকেটরক্ষক- ইরফান শুক্কুর ও জাকির হাসান।
/আরআই/এমআর/