‘জয়ের জন্যই খেলবে বাংলাদেশ’

‘জয়ের জন্যই খেলবে বাংলাদেশ’দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত বছর জুলাইয়ে সাদা পোষাকে খেলার পর এখন পর্যন্ত টেস্টে মাঠে নামেনি বাংলাদেশ। তবে আগামী বৃহস্পতিবার প্রায় ১৪ মাস পর টেস্ট ক্রিকেট খেলতে নামছে বাংলাদেশ। যেখানে তাদের সামনে অপেক্ষা করছে অনেক অনেক চ্যালেঞ্জ। সাকিব অবশ্য এই চ্যালেঞ্জ জয় করে জেতার জন্যই মাঠে নামতে আগ্রহী।

মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে মাঠে নামার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। সেখানেই তিনি চট্টগ্রাম টেস্টে নিজের লক্ষ্যের কথা বলেছেন, ‘অবশ্যই আমরা জেতার জন্য খেলবো। তার জন্য আমাদের অবশ্যই ভালো ক্রিকেট খেলতে হবে। সেটা আমরা জানি। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’

ইংলিশদের বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত আটটি টেস্ট খেলেছে। যার সবকটিতেই হেরেছে মুশফিক-রিয়াদরা। ২০০৩ সালে ইংলিশদের বিপক্ষে খেলা প্রথম টেস্টেই তুলনামূলক ভালো খেলেছিল খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বাধীন বাংলাদেশ। এরপর থেকে ইংলিশদের বিপক্ষে হারের ব্যবধান বেড়েই চলেছে টাইগারদের। সর্বশেষ ২০১০ সালে ম্যানচেস্টারে খেলা ম্যাচটি হারতে হয়েছিল ইনিংস ও ৮০ রানের ব্যবধানে।

এমন সব পরিস্যংখানের সামনে যখন বাংলাদেশ, তখন টাইগাররা তাকাতে পারে তাদের সর্বশেষ ৫টি টেস্ট ম্যাচের দিকে। যেখানে গত বছর বাংলাদেশ ঘরের মাঠে ৫টি টেস্ট খেলেছে। তার মধ্যে একটি ম্যাচ হারলেও বাকি ম্যাচগুলো ড্র করতে সক্ষম হয়েছিল। যদিও বেশকটি ম্যাচে বৃষ্টির আশীর্বাদ ছিল।

মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দল প্রথমদিনের মতো একসঙ্গে অনুশীলন করেছে। রবিবার দল ঘোষণা হলেও সোমবার স্কোয়াডে থাকা দুই ক্রিকেটার অনুশীলন ম্যাচ খেলতে ব্যস্ত ছিলেন। তাইতো আগের দিন পুরো দল নিয়ে অনুশীলন করা হয়নি হাথুরুসিংহের।

মঙ্গলবার প্রায় চার ঘণ্টার মতো জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করে কাটিয়েছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে ডাক পাওয়া ১৪ ক্রিকেটার ছাড়াও এদিন অনুশীলনে তানভীর হায়দার, এবাদত হোসেন, তাসকিন আহমেদসহ বেশ কয়েকজন ক্রিকেটার অনুশীলন করেছেন। স্টেডিয়ামের দুইপাশে থাকা চারটি উইকেটে ব্যাটসম্যান ও বোলাররা কঠোর পরিশ্রম করেছেন। ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল ফিল্ডার নিয়েও ছিলেন ব্যস্ত। অধিনায়ক মুশফিকুর রহিম সেন্ট্রাল উইকেটের পাশে কিপিং অনুশীলন করেছেন বেশ খানিকক্ষণ।

এদিকে মঙ্গলবার সকালে এম এ আজিজ স্টেডিয়ামে ইংলিশরা ঘাম জড়িয়েছে। অনুশীলনে ছিলেন ইংলিশ টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুকও। তিনি সোমবার সন্ধ্যায় চট্টগ্রামে পা রেখেছেন।

/আরআই/এফআইআর/