মঙ্গলবার থেকে শুরু জাতীয় ও আন্তঃক্লাব টেনিস

মঙ্গলবার থেকে শুরু জাতীয় ও আন্তঃক্লাব টেনিসকাল মঙ্গলবার থেকে রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে শুরু হচ্ছে ইউরো গ্রুপ -ইউ.সি.এল জাতীয় ও আন্তঃক্লাব টেনিস। প্রতিযোগিতায় ঢাকা ও ঢাকার বাইরের মোট ২৭২ জন খেলোয়াড় পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা একক, বালক-বালিকা অনূর্ধ্ব- ১৪ বছর, বালক-বালিকা অনূর্ধ্ব-১২ বছর, বালক-বালিকা অনূর্ধ্ব-১০ বছর ও অনূর্ধ্ব-৮ বছরের ইভেন্টে অংশগ্রহণ করবে।

আজ সোমবার জাতীয় টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতাকে উপস্থাপন করেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক মীর খুরসিদ আনোয়ার। স্পন্সর প্রতিষ্ঠান ইউরো গ্রুপ এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ এস এম হায়দার, ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ আলী দ্বীন, টুর্নামেন্ট ডিরেক্টর খালেদ সালাহউদ্দিনসহ বিটিএফ ও উত্তরা ক্লাবের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

/আরএম/এফআইআর/