X
সোমবার, ১৭ জুন ২০২৪
৩ আষাঢ় ১৪৩১

কলকাতার উৎসব কি মাটি করে দেবে কামিন্সের হায়দরাবাদ?

স্পোর্টস ডেস্ক
২৬ মে ২০২৪, ১৫:১১আপডেট : ২৬ মে ২০২৪, ১৫:১১

প্যাট কামিন্স অধিনায়ক মানেই যেন অস্ট্রেলিয়া ফাইনালে, আর ট্রফিও হাতে। গত এক বছরে এমনটাই হয়ে এসেছে। ইংল্যান্ডকে অ্যাশেজ সিরিজে হারানোর পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপে তার নেতৃত্বে বিজয়ের হাসি হেসেছে অজিরা। এত এত অর্জনে তাকেই এই মুহূর্তে বিশ্বের সেরা অধিনায়ক মনে করা হচ্ছে। কামিন্স আবারও ফাইনালে, এবার অন্য জার্সিতে। সানরাইজার্স হায়দরাবাদকে ফাইনালে তুলতে নেতৃত্ব দিয়েছেন তিনি। আজ রবিবার চেপুকে তার দল মুখোমুখি হবে এই আসরে আধিপত্য বিস্তার করা কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ফাইনালে কামিন্সের অতীত সাফল্য শ্রেয়াস আইয়ারের দলকে নিঃসন্দেহে দুশ্চিন্তায় ফেলছে। ভারত ও ইংল্যান্ডের পর এবার কি কলকাতার উৎসব মাটি করে দেবেন ক্যাপ্টেন কামিন্স!

২০২৩ সালের আইপিএলে পয়েন্ট তালিকায় সবার শেষে ছিল হায়দরাবাদ। ডিসেম্বরের মিনি অকশানে কামিন্সকে ২০.৫০ কোটি রুপিতে হায়দরাবাদ তাকে কেনার পর নেতৃত্ব দেওয়ার পর অনেকের ধারণা ছিল, এবারও হয়তো একই পরিণতি হবে। টাকাগুলো জলে গেছে, এমন ধারণা হয়েছিল যাকে নিয়ে, সেই কামিন্স এবার আইপিএলের ফাইনাল খেলতে চলেছেন। জাদুকাঠির ছোঁয়ায় বদলে দিয়েছেন দলকে। 

যদিও এই আসরে দুইবারের দেখায় একবারও কলকাতাকে হারাতে পারেনি হায়দরাবাদ। কিন্তু ম্যাচটা যখন ফাইনাল এবং অধিনায়ক কামিন্স, তখন বলা যায় পাশার দান পাল্টে যেতে পারে।

পরিসংখ্যানের দিকে চোখ রাখলে নজরে পড়বে আইপিএলের ইতিহাসে কলকাতা ও হায়দরাবাদ মোট ২৭ বার মুখোমুখি তার মধ্যে কলকাতার জয় ১৭টি ম্যাচে। আর হায়দরাবাদ জিতেছে ৯ ম্যাচে। এবারের আইপিএলে কলকাতা ও হায়দরাবাদ একে অপরের মুখোমুখি হয়েছিল শুরুতেই। এরপর প্রথম কোয়ালিফায়ারেও দেখা হয় তাদের। ইডেন গার্ডেন্সে আইপিএলের মৌসুমের শুরুতে কামিন্সের হায়দরাবাদকে হারিয়েছিল শ্রেয়াসের কলকাতা। এরপর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম কোয়ালিফিয়ারে অরেঞ্জ আর্মিকে ফের হারায় কলকাতা। তারপরই গৌতম গম্ভীরের দল পায় আইপিএল ফাইনালের টিকিট। আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে দ্বিতীয় কোয়ালিফায়ারে হারিয়ে ফাইনালে উঠেছে হায়দরাবাদ। 

দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা এবার তৃতীয় ট্রফি জয়ের অপেক্ষায়, আর ডেভিড ওয়ার্নারের পর আরেক অস্ট্রেলিয়ানের নেতৃত্বে দ্বিতীয়বার আইপিএলে সেরা হওয়ার অপেক্ষা করছে হায়দরাবাদ। রাত ৮টায় শুরু হবে ম্যাচ। কার ঘরে ট্রফি যাবে, জানা যাবে রাতেই।

/এফএইচএম/
সম্পর্কিত
ভারতের সঙ্গে গম্ভীরের চুক্তি হয়ে গেছে, শিগগিরই ঘোষণা!
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বেশি খেলতে ওয়ানডে ছাড়তে পারেন স্টার্ক
আইপিএলে কার হাতে কী পুরস্কার উঠলো!
সর্বশেষ খবর
জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে
জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে
নির্দিষ্ট স্থানে কোরবানি: ডিএনসিসির উদ্যোগে সাড়া দেয়নি এলাকাবাসী
নির্দিষ্ট স্থানে কোরবানি: ডিএনসিসির উদ্যোগে সাড়া দেয়নি এলাকাবাসী
ঈদে বাড়ি যাওয়ার পথে খুন হলেন কাশিমপুর কারাগারের কর্মকর্তা
ঈদে বাড়ি যাওয়ার পথে খুন হলেন কাশিমপুর কারাগারের কর্মকর্তা
২৪ বছরের আক্ষেপ নিয়ে ইউরো মিশনে ফ্রান্স
২৪ বছরের আক্ষেপ নিয়ে ইউরো মিশনে ফ্রান্স
সর্বাধিক পঠিত
পারমাণবিক কর্মসূচি বৃদ্ধি নিয়ে জি-৭ এর বিবৃতির জবাবে যা বললো ইরান
পারমাণবিক কর্মসূচি বৃদ্ধি নিয়ে জি-৭ এর বিবৃতির জবাবে যা বললো ইরান
গাজায় কৌশলগত বিরতি ঘোষণা ইসরায়েলের
গাজায় কৌশলগত বিরতি ঘোষণা ইসরায়েলের
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
ছাগলেই স্বস্তি!
ছাগলেই স্বস্তি!
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ