‘পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক নয়’

‘পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক নয়’পাকিস্তান সুপার লিগের ফাইনাল পাকিস্তানেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পিসিবি। এমন অবস্থায় দেশটির নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক নয় বলেই মন্তব্য করছেন অনেকে। কিছুদিন আগেই পেশাদার ক্রিকেটের একটি সংগঠন সেখানে খেলাকে কেন্দ্র করে বিদেশিদের ঝুঁকির কথা বলেছিলেন। এবার খোদ পাকিস্তানেরই সাবেক স্পিড স্টার শোয়েব আখতার বলে বসলেন, ‘নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিদেশি কোনও দলকে আমন্ত্রণ জানানো উচিত নয়।’

সম্প্রতি পাকিস্তানের কোয়েটায় পুলিশ ট্রেনিং সেন্টারে সন্ত্রাসী হামলায় ৬২জন পুলিশ ক্যাডেট ও দুজন সেনাসদস্য নিহত হন। আহত হন আরও ১৭০ জন। এই অবস্থাকে কেন্দ্র করেই কথা বলেন শোয়েব, ‘পরিস্থিতি এখন এমন যে আমাদের ধৈর্য্য ধরতে হবে। আমি নিশ্চিত যে একদিন আন্তর্জাতিক ক্রিকেট পাকিস্তানে ফিরবে। তবে সব কিছুর জন্য একটু সময় লাগবে।’

/এফআইআর/