সব সেঞ্চুরিই তামিমের কাছে ‘স্পেশাল’



তামিম-22ইংলিশদের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি পেয়েছেন তামিম ইকবাল। এই নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় সেঞ্চুরির দেখা পেলেন তামিম। এই ওপেনারের কাছে তার করা সবগুলো সেঞ্চুরিই ‘স্পেশাল’। যদিও হঠাৎ ছন্দপতনের পর তামিম চাইলে আজকের সেঞ্চুরিকে আরও স্পেশাল ভাবতেই পারেন।

প্রথম দিন শেষে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন তামিম ইকবাল। নিজের ইনিংস প্রসঙ্গে তামিম বলেছেন, ‘হঠাৎ করে উইকেট যেভাবে পড়ছে, এখন তো সেঞ্চুরি  অনেক বেশি স্পেশাল মনে হচ্ছে। যদিও আমার কাছে আমার করা সব সেঞ্চুরিই স্পেশাল। কারণ এই মাইলফলকে তো আর সব সময় পৌঁছানো যায় না।’

তামিম শুক্রবার শুরু থেকেই ইংলিশ বোলারদের উপর চড়াও হয়েছিলেন। আর লম্বা ইনিংস খেলতে তামিমের এই কৌশলই কাজে লেগেছে, ‘আমি সব সময় আক্রমণাত্মক খেলতে পছন্দ করি। আমি এটাকেও অবশ্যই অনেক উপরে রাখবো। আমি যেভাবে ব্যাটিং করতে পছন্দ করি, আজকে (শুক্রবার) সেভাবে ব্যাটিং করেছি। প্রথমে ১ রান করতে ১৮ বল লেগেছে, ওটা সুন্দরভাবে হ্যান্ডেল করাতেই আমি সেঞ্চুরি পেয়েছি।’

মঈন আলীর স্পিনে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন তামিম। ইংলিশ এই অফ স্পিনারের বলটি না খেলে প্যাডেলআপ করলে আম্পায়ার আঙুল তুলে দিতে বাধ্য হন। যদিও তামিম রিভিউ আবেদন করে শেষ রক্ষা করতে পারেননি। নিজের আউট সম্পর্কে তিনি বলেছেন, ‘এটা নিয়ে তিন নম্বর, আমি এভাবে বেল ছেড়ে দিয়েছি। আমারই ভুল ছিল। আমি যদি সোজা খেলতাম, যদি শট খেলে প্যাডে লাগতো তাহলেও কিন্তু আউট হতাম না।’

/আরআই/কেআর/