শ্রীলঙ্কার বিপক্ষেও হার রুমানাদের

bd womenভারত ও পাকিস্তানের বিপক্ষে হারের পর এবার শ্রীলঙ্কার বিপক্ষে হতাশা নিয়ে মাঠ ছড়াতে হলো বাংলাদেশের মেয়েদের। টেস্ট খেলা এই তিন দেশের বিপক্ষে হেরে এসিসি মহিলা টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনাল খেলার স্বপ্নটা শেষ হয়ে গেছে রুমানাদের। ভারতের বিপক্ষে সর্বনিম্ন ৫৪ রানে অলআউট হয়ে দেশকে লজ্জায় ডুবিয়েছিল তারা। নিজেদের গড়া সেই রেকর্ড পুনরায় ভেঙে ৪৪ রানের নতুন লজ্জা সঙ্গী করে পাকিস্তানের বিপক্ষে। অবশ্য ওই দুই ম্যাচ হেরেই আসলে একরকম শেষ হয়ে গিয়েছিল রুমানা-শুকতারাদের ফাইনাল খেলার স্বপ্ন।

শনিবার ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) মাঠে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কার। শেষ ম্যাচটিতে তারা হেরেছে ৭ উইকেটে।

আগে ব্যাটিং করা বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন সানজিদা ইসলাম ৩৫। এছাড়া শায়লা শারমিন ২৫* ও শারমিন সুলতানা ১৭ রান করেছেন।

শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সর্বোচ্চ ক্রেমারি আতাপাত্তু দুটি এবং শ্রীপালি একটি উইকেট নিয়েছেন।

৯৪ রানের লক্ষ্যে খেলতে নেমে শ্রীলঙ্কা ৬ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে নিশ্চিত করে জয়। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন ক্রেমারি আতাপাত্তু।

বাংলাদেশের বোলারদের মধ্যে রুমানা আহমেদ ২ ওভারে ৭ রান খরচায় দুটি উইকেট পেয়েছেন।

/আরআই/কেআর/