উইলিয়ামসনের উইকেট পাওয়াতে দারুণ খুশি তাসকিন

উইলিয়ামসনের উইকেট পাওয়াতে দারুণ খুশি তাসকিনঅভিষেক টেস্টে কেন উইলিয়ামসনের উইকেট পাওয়াতে দারুণ খুশি তাসকিন। এই সফরে তিনি এ নিয়ে তৃতীয়বার উইলিয়ামসনের উইকেট পেলেন। এর পেছনের রহস্য কী তা জানতে চাইলে সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, ‘তার ব্যাটিং’এর বিশেষ কিছু শক্তিশালী জোন আছে। সে জোনগুলো এড়িয়ে তার দুর্বল জোনগুলোতে বল করেই সাফল্য পেয়েছি। তবে উইলিয়ামসনের মতো এই মুহূর্তের একজন বিশ্বমানের শক্তিশালী ব্যাটসম্যানের উইকেট পাওয়াকে সৌভাগ্যের মনে করছি।’

প্রথম টেস্টে বোলিংয়ের অভিজ্ঞতাকে চ্যালেঞ্জিং হিসেবে উল্লেখ করেছেন তাসকিন, ‘আসলে এটি খুব চ্যালেঞ্জিং। হাতে বেশ টান পড়ে। কিন্তু আমি খুব উপভোগ করছি। এটা আমার নতুন একটি অভিজ্ঞতা ছিল। এতদিন টিভিতে টেস্ট খেলা দেখতাম। এখন মাঠে খেলছি। বোলারদের এক্ষেত্রে অনেক ধৈর্যের একটি ব্যাপার আছে। ধারাবাহিক বল করতে হলে শারীরিকভাবে ফিট থাকতে হয়। সব মিলিয়ে বিষয়টা অত সহজ না।’

নিজের বোলিং করার অভিজ্ঞতা নিয়ে তাসকিন বলেন, ‘আমি উনিশ ওভারের মতো বল করেছি। একটা উইকেট পেয়েছি। আরও হয়তো পেতে পারতাম। কিন্তু উইকেট পাওয়ার একটা ভাগ্য থাকে। ক্যাচ ড্রপ হতে পারে। চার হয়ে যেতে পারে। টিমের সবাই আমার প্রশংসা করেছেন। আশা করছি আগামীতে আরও ভালো করবো।’

সে ক্ষেত্রে তাসকিনের বলেই বেশি ড্রপ হয় কিনা জানতে চাইলে হাসতে হাসতে তিনি বলেন, ‘এমন হতেই পারে। কেউতো ইচ্ছা করে ক্যাচ ফেলে না। স্লিপে বা গালিতে একশ চল্লিশ- পঞ্চাশ কি.মি. বেগে বল আসলে ড্রপ হয়ে যেতে পারে।’

/এফআইআর/